Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Yash-Nusrat: যশের ছেলে ‘হ্যাপি’র সঙ্গে বসে মিঠুনের সিনেমা দেখছেন হবু মা নুসরত, ভাইরাল পোস্ট

এই মুহূর্তে পেজ থ্রিয়ের হটটপিক হলেন অভিনেত্রী নুসরত জাহান। দাম্পত্য জীবন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সরগরম পুরো নেটদুনিয়া। গত জুন মাসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবর সামনে আসে। সরাসরি নিজের অন্তঃসত্ত্বা হওয়ার…

Avatar

By

এই মুহূর্তে পেজ থ্রিয়ের হটটপিক হলেন অভিনেত্রী নুসরত জাহান। দাম্পত্য জীবন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সরগরম পুরো নেটদুনিয়া। গত জুন মাসে অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবর সামনে আসে। সরাসরি নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা না বললেও অভিনেত্রীর বেবি বাম্পের ছবি হঠাৎ করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিনেত্রীর কোল আলো করে আসতে চলেছে তাঁর হবু সন্তান। এখন শুধু প্রহর গোনার পালা। আর তাই দিন দিন বেড়ে চলেছে অভিনেত্রীর মাতৃত্বকালীন জেল্লা।

Yash-Nusrat: যশের ছেলে 'হ্যাপি'র সঙ্গে বসে মিঠুনের সিনেমা দেখছেন হবু মা নুসরত, ভাইরাল পোস্ট

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে একটাই প্রশ্ন আছে অভিনেত্রীর আগত শিশুর পিতৃপরিচয় কী? যশ না নিখিল কে এই শিশুর বাবা? নিখিল নিজেই এই আগত শিশুর বাবা নন তিনি স্পষ্ট ভাষায় জানান। নিখিল নিজের স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেন। তবে নুসরত এই বিয়ে অস্বীকার করেন। গতকাল এই জুটির ডিভোর্সের শুনানি হওয়ার কথা ছিল। জানা যাচ্ছে, বিচারপতিরা হাজির না থাকায় এই দেওয়ানি মামলার শুনানি সম্ভবপর হয়নি। এর জন্য শীঘ্রই নতুন পরিবর্ত তারিখ দেওয়া হবে আদালতের তরফে। তবে এসবে এখন কান দিচ্ছেননা অভিনেত্রী।

বরং অভিনেত্রী নিজের প্রথম অন্তঃসত্ত্বা পিরিয়ডটা এনজয় করছে। এই সময় একই ছাদের তলায় থাকতে শুরু করেছেন যশরত। নিজেদের মুখে সেই বিষয়ে কেউ কোনো কথা না বললেও সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে অভিনেত্রীর ইন্সটাগ্রাম পেজ খুললে৷ না দুজনেই নিজেদের কোনো ছবি একসাথে দেয়নি। যশের সাথে নুসরতের নেট মাধ্যমে ছবি না পাওয়া গেলেও সম্প্রতি যশের চারপেয়ে সারমেয়র সাথে হামেশাই নতুন নতুন ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে নুসরতকে।

নুসরতকেও আজকাল দেখা যাচ্ছে যশের চারপেয়ে সন্তান ‘হ্যাপি’র সঙ্গে অবসর সময় কাটাতে। আর সেই সব মুহূর্ত তিনি নিজেই শেয়ার করছেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলের দেওয়ালে। কখনও নুসরত যশের পোষ্যের সঙ্গে আদুরে ছবি শেয়ার করছেন তো কখনও একই জায়গা থেকে আলাদা আলাদা ছবি তুলছেন। কিছুদিন আগেই যশের আদুরে ছেলে হ্যাপি সঙ্গে ছবি শেয়ার করেছিলেন নুসরত। ওই স্টোরিতে দেখা গিয়েছিল, যশের সারমেয় অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নুসরতের দিকে, আর অভিনেত্রীর চোখ বন্ধ। হ্যাপির মুখে থুতনি ঠেকিয়ে রয়েছেন নুসরত।

Yash-Nusrat: যশের ছেলে 'হ্যাপি'র সঙ্গে বসে মিঠুনের সিনেমা দেখছেন হবু মা নুসরত, ভাইরাল পোস্ট

মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এবার হ্যাপির একটি ভিডিও শেয়ার করেছেন নুসরত জাহান। যেখানে দেখা যাচ্ছে, একটি ঘরে টিভিতে চলছে মিঠুন চক্রবর্তীর সিনেমা। আর তা খুব মন দিয়ে দেখছে ডিস্কো ড্যান্সারের অনুরাগী হ্যাপি। হ্যাপির সিনেমা দেখার সেই দৃশ্যই লেন্সবন্দী করে নিজের ইন্সটা স্টোরিতে পোস্ট করেছেন নুসরত। সঙ্গে নিজের একটা সেলফি বুমেরাং। হবু মায়ের মেকাপহীন এই চেহেরারা জেল্লা সত্যিই নজর কেড়েছে। নিমেষে ভাইরাল হয় হ্যাপির সাথে কাটানো এই মুহূর্ত।

Yash-Nusrat: যশের ছেলে 'হ্যাপি'র সঙ্গে বসে মিঠুনের সিনেমা দেখছেন হবু মা নুসরত, ভাইরাল পোস্ট

About Author