সম্প্রতি উইন্ডোজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই গোটা ভিডিওটি। এই ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই, তা দেখে ফেলেছেন অগুণতি মানুষজন। সকলেই ‘বেলাশুরু’ নিয়ে তাদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন কমেন্টবক্সেই। ‘বেলাশেষে’এর পাঁচবছর পর আসছে ‘বেলাশুরু’। এই ছবির কথা প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকরা অপেক্ষায় দিনগোনা শুরু করে দিয়েছিলেন। অবশেষে আগামী ২০’শে মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিটি। তবে আক্ষেপের জায়গা একটাই, ছবির দুই মুখ্য চরিত্র সৌমিত্র চ্যাটার্জী ও স্বাতীলেখা সেনগুপ্ত পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তাদের ছাড়াই তাদের অভিনীত ‘বেলাশুরু’ মুক্তি পেতে চলেছে।
বিমানবন্দরে বাজল ‘টাপা টিনি’, বিমানসেবিকাদের সঙ্গে নাচলেন অভিনেত্রী মনামী, রইল ভিডিও
খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত 'বেলাশুরু'র। অনেকদিন আগে থেকেই ছবির প্রচার শুরু করে দিয়েছেন পরিচালক ও কলাকুশলীরা। একটু ভিন্নভাবেই প্রচার চালাচ্ছেন এই ছবির। দীর্ঘদিন…

আরও পড়ুন