প্রতিবছর বেশ জাঁকজমক ভাবেই পুজো সারেন মল্লিক পরিবার। কোয়েলকে মূলত সব অনুষ্ঠানেই দেখা যায়। কখনো তিনি অঞ্জলি দিচ্ছেন তো কখনো প্রসাদ বিতরন করছেন তো কখনো সিঁদুরখেলায় মেতে রয়েছেন। তাই এইসবকিছুই এবারে ঘরোয়া ভাবেই হবে। অভিনেত্রী কোয়েল মল্লিকের কথায়, যদি সাম্নের বছর সব ঠিকঠাক থাকে তবে আগের মত ধূমধাম করেই এই মহোৎসব হবে।View this post on Instagram
পুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে মল্লিক বাড়ির দরজা, জানাল কোয়েল মল্লিক
সব কিছুর মূলে রয়েছে কোভিড-১৯, তাই এই বছরে কোনরকমে পুজো হবে মল্লিক বাড়িতে। প্রতিবারের মত হই হই করে কোমর বেঁধে নামছেন না মল্লিক পরিবার। কিছুদিন আগেই করোনার প্রকোপ থেকে সেরে…

আরও পড়ুন