Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শাড়িতে ভাইরাল অভিনেত্রী, বোল্ড লুকে ধরা দিলেন ঈশা সাহা

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন অভিনেত্রী ঈশা সাহা। সম্প্রতি তাঁর দুটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করা হয়েছে। একটি ছবিতে ঈশার পরনে রয়েছে সাদা-কালো ডোরাকাটা শাড়ি এবং অফ শোল্ডার ব্লাউজ। এই ছবিতে…

Avatar

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন অভিনেত্রী ঈশা সাহা। সম্প্রতি তাঁর দুটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করা হয়েছে। একটি ছবিতে ঈশার পরনে রয়েছে সাদা-কালো ডোরাকাটা শাড়ি এবং অফ শোল্ডার ব্লাউজ। এই ছবিতে তাঁর ওয়েভি হেয়ারস্টাইল করা হয়েছে। এই ছবিতে ঈশা কানে বড় রিং পরেছেন । অপর একটি ছবিতে ঈশাকে দেখা যাচ্ছে সনাতনী লাল শাড়িতে। তার সঙ্গে মানানসই করে ঈশা পরেছেন হালকা গয়না, কপালে টিপ। এই ছবিটিতে তাঁর স্ট্রেট হেয়ার এসে পড়েছে তাঁর কাঁধে। ছবিগুলির নিচে ক্যাপশন দিয়ে জানতে চাওয়া হয়েছে যে, তাঁর দেশী অথবা ওয়েস্টার্ন লুকের মধ্যে কোনটি বেশি সুন্দর! এই ছবিগুলিতে ঈশার লুক অনবদ্য লেগেছে নেটিজেনদের।

2016 সালে স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’-এর লবঙ্গ চরিত্রের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন ঈশা। 2017 সালে তাঁর প্রথম ফিল্ম ‘প্রজাপতি বিস্কুট’ রিলিজ করে। এই ফিল্মে তাঁর অভিনয়শৈলী প্রশংসিত হয়। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘দূর্গেশগড়ের গুপ্তধন’, ‘সোয়েটার’ -এর মত অন্য ধারার ফিল্মের পরিচিত মুখ হয়ে ওঠেন ঈশা। তাঁর আপকামিং ফিল্ম হল ধ্রুব ব্যানার্জি পরিচালিত ‘গোলন্দাজ’। এই ফিল্মে অভিনেতা দেবের বিপরীতে অভিনয় করছেন ঈশা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, কোলকাতার বুকে বড় হয়ে ওঠা ঈশা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে ‘ল’ পাশ করার পর টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন।

About Author