বলিউডবিনোদন

বিয়ের আগেই সন্তানসম্ভবা অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ, সন্তানের বাবার নাম শুনলে আপনিও হবেন অবাক

বছর কয়েক হলো অভিনেত্রী ইলিয়ানা ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ানের সঙ্গে সম্পর্ক রয়েছেন

×
Advertisement

অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ সম্প্রতি তার গর্ভধারণের কথা ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই তিনি নতুন করে লাইমলাইটে। তার বলিউড ছবি খুব একটা সাফল্যের মুখ না দেখলেও, ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিরাজমান ‘রুস্তম’ নায়িকা। অভিনেতা অ্যান্ড্রু নিবন হোক বা অন্য কেউ, নিজের প্রেম জীবন নিয়ে বরাবরই বেশ খোলামেলা ইলিয়ানা। আর এবারে বিয়ের আগেই প্রেগনেন্সি নিয়েও কোনো রাখঢাক রাখলেন না অভিনেত্রী। ইলিয়ানা জানিয়েছেন যে, তিনি তার প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। তবে এই সন্তানের বাবাটি কে তা কি আপনার জানা আছে? আপনাদের জানিয়ে রাখি ইলিয়ানার গর্ভের এই ছোট্ট সন্তানটির পিতা হলেন স্বয়ং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাই। চলুন তাহলে, এক নজরে দেখে নেওয়া যাক ইলিয়ানার প্রেমজীবন।

Advertisements
Advertisement

ভালোবাসা সত্যিই অদ্ভুত। কখন, কোথায়, কার সাথে হবে… কেউ কিছু বলতে পারে না। ইলিয়ানা ডি’ক্রুজের ক্ষেত্রেও তেমনই কিছু ঘটেছে। মঙ্গলবার সকালে ভক্তদের অবাক করে দিয়ে ইলিয়ানা নিজের প্রেগনেন্সির কথা সবার সামনে ঘোষণা করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় সর্বসমক্ষেই জানান, যে তিনি গর্ভবতী এবং তিনি শীঘ্রই তার প্রথম সন্তানকে স্বাগত জানাবেন। আর সেই খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই ইলিয়ানার সন্তানের বাবা কে, তা নিয়ে জোরদার হয়েছে আলোচনা। শোনা যায়, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সাথে ডেটিং করছেন ইলিয়ানা। তাই স্বাভাবিকভাবেই এই সন্তানের বাবাও তিনিই।

Advertisements

কিছু বছর আগে ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবনের সঙ্গে প্রেম সম্পর্কে ইতি টানার পরে ইলিয়ানা নতুন করে নিজের জীবনের সূচনা করেছিলেন। সেই সময়ে ইলিয়ানা বেশ ভেঙে পরেছিলেন বলেও শোনা যায়।কিন্তু, আবারো তিনি জীবনের সঙ্গীকে খুজে পেয়েছে। আর এবারে তার সঙ্গী আর কেউ নন, ক্যাটরিনার ভাই। জানা যাচ্ছে, বছর কয়েক হলো ইলিয়ানা ডি’ক্রুজ ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলকে ডেট করছেন। তাকে শেষ দেখা গিয়েছিল মুম্বাই এবং রাজস্থানে যেখানে তার বোনের বিয়ে হয়েছিল।

Advertisements
Advertisement

জানা হচ্ছে, সেবাস্তিয়ান এবং ইলিয়ানা প্রায় এক বছর ধরে সম্পর্কে রয়েছেন। সূত্রের খবর, বান্দ্রায় ক্যাটরিনার পুরনো বাড়িতে দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। সেখানে তারা কিছুদিন যাবত লিভ ইন সম্পর্কেও ছিলেন বলে পাপারাজ্জিদের সূত্র মারফত জানা যায়। সেবাস্তিয়ান এবং ইলিয়ানা, দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইলই লক করা, তবে দুজনে একে অপরকে ফলো করেন ইনস্টাগ্রামে।

ইলিয়ানার এই সন্তানের খবর শুনে বলিউডের তারকারা অভিবাদন জানিয়েছেন। সঙ্গেই নিজের জীবনকে যে তিনি এভাবে আবারো সাজিয়ে নেবেন তার জন্য ইলিয়ানাকে বেশ সাপোর্ট করেছেন সকলে। অনেকে আবার সেবাস্তিয়ানকেও অভিবাদন জানিয়েছেন। এবারে শুধু আর কয়েকদিনের অপেক্ষা, এর পরেই আমরা ইলিয়ানা ও সেবাস্তিয়ানের সন্তানকে দেখতে পেতে চলেছি।

Related Articles

Back to top button