Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্কুটিতে ‘ভোলে বাবা’, মহাশিবরাত্রিতে ‘অর্ধনারীশ্বর’-এর রূপ নিলেন অভিনেত্রী

মহাশিবরাত্রি উপলক্ষে অর্ধনারীশ্বরের রূপ ধারণ করেছেন অভিনেত্রী একতা জৈন। তাকে এই রূপে মুম্বাইয়ের রাস্তায় স্কুটি চালাতে দেখা গেছে। লোকেরা স্কুটিতে ভগবান শিবের অর্ধনারীশ্বর রূপ দেখে হতবাক! বেগুনি রঙের স্কুটিতে অর্ধনারীশ্বরের…

Avatar

মহাশিবরাত্রি উপলক্ষে অর্ধনারীশ্বরের রূপ ধারণ করেছেন অভিনেত্রী একতা জৈন। তাকে এই রূপে মুম্বাইয়ের রাস্তায় স্কুটি চালাতে দেখা গেছে। লোকেরা স্কুটিতে ভগবান শিবের অর্ধনারীশ্বর রূপ দেখে হতবাক!বেগুনি রঙের স্কুটিতে অর্ধনারীশ্বরের রূপ ধারণ করা এই শিল্পীও মানুষের মধ্যে ব্যাপক শ্রদ্ধা জাগিয়েছিলেন। সেখানে লোকজনকে হাতজোড় করে হর হর মহাদেব এবং বম বম ভোলে উল্লাস করতে দেখা গেছে। শুধু অর্ধনারীশ্বর রূপ ধারণ করেননি একতা, ডমরু ও ত্রিশূলের সঙ্গে প্রচুর নাচও করেছিলেন। ভগবান শিবের আরাধনা করার পর এই রূপে শুটিংয়ে চলে যান তিনি।স্কুটিতে 'ভোলে বাবা', মহাশিবরাত্রিতে 'অর্ধনারীশ্বর'-এর রূপ নিলেন অভিনেত্রীএকটানা তিন ঘণ্টা মেক-আপের পর, অভিনেত্রী নিজেও এই লুক নিয়ে খুব উত্তেজিত ছিলেন। একতা জৈন, যাকে শাকালকা বুম বুম, শগুন, ফ্যামিলি নং 1 এবং বিভিন্ন টিভি শোতে দেখা গেছে, তিনি বলেন, “আমি আনন্দিত যে আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি এবং আমি চাই ভগবান ভোলেনাথের আশীর্বাদ আমার উপর এভাবেই সব সময় থাকুক”।
About Author