Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Actress Barna Banerjee: কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী বর্ণা বন্দোপাধ্যায়, খুশি গোটা পরিবার

করোনা আবহে অনেক খারাপ খবর। তবে এর মাঝেই শুক্রবার বিকেলে অভিনেতা দেবর্ষি বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী বর্ণা বন্দ্যোপাধ্যায়ের জীবনে এল নতুন অতিথি। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী বর্ণা। চলতি মাসের প্রথম…

Avatar

By

করোনা আবহে অনেক খারাপ খবর। তবে এর মাঝেই শুক্রবার বিকেলে অভিনেতা দেবর্ষি বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী বর্ণা বন্দ্যোপাধ্যায়ের জীবনে এল নতুন অতিথি। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী বর্ণা। চলতি মাসের প্রথম দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেবর্ষি এবং বর্ণা প্রথম মা বাবা হওয়ার সুখবরটি জানিয়েছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্ণা সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়। কন্যা সন্তান জন্মের পর ছোট একরত্তির দুই পায়ের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তারা দুজনেই সুস্থ আর ভালো আছেন। এই খবর দেওয়ার পরই নতুন সোশ্যাল মিডিয়াতে অন্যান অভিনেতা অভিনেত্রীরা নতুন মাম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন।

২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন বর্ণা আর দেবর্ষি। দেখতে দেখতে বিয়ের তিন বছর পূর্ণ করেছেন এই লাভ বার্ডস। এর মাঝেই দুই থেকে তিন হলেন বর্না-দেবর্ষি। এই সুখবর শেয়ার হতেই  এইবছর ৫ই মার্চ অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় ছোট করেই উদযাপন করেছেন তাদের বিবাহ বার্ষিকী। কয়েকদিনের মধ্যেই হাজির তাদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হাজির হয়েছেন।

এই মুহূর্তে মেয়েকে নিয়ে দারুণ খুশি নতুন মা বাবা। মা হওয়ার আনন্দ জীবনের অন্যতম সেরা আনন্দ, তাই সেই আনন্দই এখন উপভোগ করছেন বর্ণা। এই সময় অভিনয় ছেড়ে নতুন সদস্যকে সময় দিতে চাইছেন নজর খ্যাত অভিনেত্রী। উল্লেখ্য, বর্ণা টেলিভিশনে ধারাবাহিক ছাড়াও বিভিন্ন ছবিতেও অভিনয় করেছেন। বাঞ্ছারামের বাগানবাড়ি, চতুরঙ্গ-এর মতো ছবিতে অভিনয় করেছেন নতুন মাম্মা। চুনী পান্না-র পর আর কোনো ধারাবাহিকে আর সিনেমাতে অভিনয় করেননি। তবে মেয়েকে একটু বড়ো হয়ে কামব্যাক করবেন।

About Author