Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Aparajita Adhya: কোমর অব্দি একঢাল ঘন চুল, পুরনো ছবিতে অচেনা অপরাজিতা

বলিউড টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন এই বঙ্গতনয়া। ইনি আর কেউ নন সকলের প্রিয় অপা দি৷ নিজের সুদক্ষ অভিনয় বহু সিনেমাপ্রেমীর মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পরিচালক…

Avatar

By

বলিউড টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন এই বঙ্গতনয়া। ইনি আর কেউ নন সকলের প্রিয় অপা দি৷ নিজের সুদক্ষ অভিনয় বহু সিনেমাপ্রেমীর মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পরিচালক ঋতুপর্ণ ঘোষ থেকে শিবপ্রসাদ সব পরিচালকদের প্রথম চয়েস ছিল প্রিয় অপা। অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রীর নাচের প্রতিও তার বিশেষ ভালোবাসা রয়েছে। নিজের একটি নাচের স্কুল আছে আর সেখানে প্রতিটি ছাত্র ছাত্রীদের নিজের সন্তানের মতো নাচের তালিম দেন অভিনেত্রী।

শুধু দর্শকদের কাছে নয়, টলিউড ইন্ড্রাস্টির প্রত্যেকের‌ই খুব কাছের প্রিয় অপা দি। অনেকের কাছে তিনি অপা অপা মাও। কারন তিনি খুব সহজেই আপন করে নেন সকলকে। এই কঠিন পরিস্থিতিতেও বরাবর নিজের হাসিমুখ কায়েম রেখেছেন। সময় অতিবাহিত হয়েছে অভিনেত্রীর হাসি এখনো বদলায়নি। অভিনেত্রীর হাতে এখন অনেকগুলি প্রজেক্ট আছে। পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘একান্নবর্তী’-তে একটাগুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা। পাশাপাশি সদ্য মুক্তি পেয়েছে পরিচালক পাভেলের নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’-র পোস্টার। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা। এছাড়া শিবপ্রসাদ আর নন্দিতা পরিচালিত নতুন ছবিতে কাজ করবেন অপাদি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Aparajita Adhya: কোমর অব্দি একঢাল ঘন চুল, পুরনো ছবিতে অচেনা অপরাজিতা

কাজের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয় অভিনেত্রী৷ সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের ছবির কোলাজ শেয়ার করে পুরোনো স্মৃতিতে ডুব দিলেন অপাদি। এই কোলাজে নিজের একটি পুরনো ছবি, আর অন্যটি নতুন। একটিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মাথায় এক ঢাল চুল। সেই ঘন কালো চুল কোমর ছাপানো। আর অবিনেত্রীর পুরোনো ঘন চুল নজর কেড়েছে সবার। অপর ছবিটি একেবারে সদ্য তোলা হয়েছে। আর এই ছবিতে আগের মতো লম্বা চুল না থাকলেও নজর কেড়েছে অপরাজিতার চিরপরিচিত প্রাণোচ্ছল হাসি। গায়ে রয়েছে হালকা গয়না।

এই ছবির কোলাজ শেয়ার করে অপরাজিতা ক্যাপশানে অপরাজিতা লিখলেন, ‘সময় পরিবর্তনশীল। বর্তমান কখনও অতীততে ঢেকে দিতে পারে না।’ অতীতের কথা অবশ্য কখনোই কেউ ভুলতে চান না। অভিনেত্রীর কাছে ব্যতিক্রম নেই। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন গল্পের আসরে, নিজের ছোটবেলার অসংখ্য মজার স্মৃতি ভাগ করে নেন। এবারেও তার অনথা হলনা। এরপর অনুরাগীরাও ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

About Author