ভোজপুরিবিনোদনভাইরাল & ভিডিও

BHOJPURI: নিরাহুয়া না বরং এই অভিনেতার সঙ্গে রাত কাটাচ্ছেন অভিনেত্রী আম্রপালি দুবে, ভিডিও ভাইরাল

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুবই প্রশংসিত হয়েছে

Advertisement
Advertisement

আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদব ওরফে নীরাহুয়া একসাথে বহু ছবিতে অভিনয় করেছেন। মাঝেমধ্যেই এই জুটিকে বিভিন্ন ছবিতে দারুন অভিনয় করতে দেখা যায় এবং তাদের দুজনের অভিনয় সোশ্যাল মিডিয়াতে খুবই প্রশংসিত হয়ে থাকে। এই মুহূর্তে ভারতের সবথেকে জনপ্রিয় জুটি গুলির মধ্যে একটি হলো এরা দুজনে। আম্রপালি এবং নিরহুয়ার জুটির প্রবল জনপ্রিয়তার কারণে একটা সময় মনে হয়েছিল তারা দুজনে প্রেম সম্পর্কে রয়েছেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, এটা পুরোটাই গুজব এবং এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনরকম কোন সম্পর্ক নেই। পরে নিরাহুয়া জানিয়েছেন, তিনি শুধুই তার সহকর্মী এবং তার একজন সহধর্মিনী রয়েছেন। তবে এমন অনেকগুলি সিনেমা রয়েছে যেখানে কিন্তু আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদব একসাথে অভিনয় করেননি। আজ সেরকমই একটি ছবির একটি গান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। এই ছবিগুলির মধ্যে একটি ছবি হলো কাজল।

Advertisement
Advertisement

ভাইরাল হলো কাজল ছবির এই গান

এই ছবিতে আম্রপালি বিপরীতে অভিনয় করেছেন আদিত্য মোহন দুবে। কাজল ছবির সব থেকে জনপ্রিয় গান পিয়া মেরা কুছ নেহি কিয়া সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় হয়েছিল এবং এখনও অনেকেই সোশ্যাল মিডিয়াতে এই ছবির গান দেখতে পছন্দ করেন। এই ভিডিওতে সোনালী রঙের একটি খোলামেলা লেহেঙ্গা চলি পরে অভিনেত্রীকে আমরা দেখতে পেয়েছি। এই পোশাকে ইঙ্গিত পূর্ণ গানের মাধ্যমে আদিত্যকে নিজের দিকে টানতে চেষ্টা করছেন অভিনেত্রী। ফুলশয্যার রাতের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

Advertisement

ইউটিউবে এখনো পর্যন্ত পেয়েছ ৯ লাখ ভিউ

এই ছবিতে, আম্রপালি এবং আদিত্যর অন্তরঙ্গ দৃশ্য দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছিল এবং এই ছবিতে ওয়ার্ক আউট করে নিজের ফিটনেস অনেকটা বৃদ্ধি করে নিয়েছিলেন আম্রপালি দুবে। এই ছবিতে নারীদের প্রতি তিনি একটা বার্তা দিয়েছিলেন একেবারেই কোন কিছুতে ভয় না পাওয়ার। সোশ্যাল মিডিয়াতে এই ছবির সবকটি গান খুবই জনপ্রিয়। দর্শকদের মাঝেও এই ছবিটি খুবই প্রশংসিত হয়েছে। এখনো পর্যন্ত কাজল ছবির এই জনপ্রিয় গানটি নয় লক্ষ ভিউ পেয়ে গিয়েছে ইউটিউবে। আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিন এক্ষুনি।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button