এই মুহূর্তে আভা পাল নিজের সাম্প্রতিক শেয়ার করে নেওয়া বেশ কয়েকটি ছবির সূত্র ধরে চর্চার আলোয় রয়েছেন। ছবিতে গোলাপের পাপড়ি ছড়ানো বাথটাবের জলে কালো বিকিনিতে দেখা গিয়েছে তাকে। খোলা চুলে, ভিজে শরীরে এদিন ক্যামেরার সামনে দেখা মিলেছে তার। বোল্ড ফটোশুটের সূত্র ধরেই এদিন এই লুকে দেখা মিলেছে আভা পালের। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার এমন বিকিনি লুকে দেখা মিলেছে অভিনেত্রীর। তবে আপাতত তার এই সাম্প্রতিক বোল্ড ফটোশুট লুক রাতের ঘুম উড়িয়েছে নেটনাগরিকদের একাংশের। পারদ বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ারও। আর সেই সূত্রেই একাংশের মাঝে চর্চিত আভা।
Aabha Paul: বাথটাবে বসে সেক্সি পোজ দিলেন হাসিনা, গোলাপ পাতায় ঢেকে সম্মান, ছবি দেখে মানুষ ঘামছে
বর্তমানে আজকের প্রজন্ম বড়পর্দার থেকে বেশি পছন্দ করেন ওয়েব প্ল্যাটফর্মকে। বেশিরভাগ মানুষই এখন ঝুঁকছেন ঐ দিকেই। ওয়েব প্ল্যাটফর্মে বড়পর্দার থেকে বাধা নিষেধ অনেকটাই কম। এক্ষেত্রে এমন অনেক দৃশ্যই দেখানো সম্ভব…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?