Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুধসাদা শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন হট অভিনেত্রী সাক্ষী মালিক, রূপের আগুনে সকলকে ঝলসে দিলেন

বম ডিগি ডিগি গানের সঙ্গে দুরন্ত নাচের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী সাক্ষী মালিকের। তারপর থেকে নানা ছবিতে তার ছোট ছোট ভূমিকায় অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এখনো অবধি জীবনে বড়…

Avatar

বম ডিগি ডিগি গানের সঙ্গে দুরন্ত নাচের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী সাক্ষী মালিকের। তারপর থেকে নানা ছবিতে তার ছোট ছোট ভূমিকায় অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এখনো অবধি জীবনে বড় ছবির সাফল্য না এলেও মানুষের মনে যে নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছেন এই অভিনেত্রী, সেটা বলাই বাহুল্য। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে বেশ অনেকেই ফলো করেন। তার স্লিম অ্যান্ড ট্রিম চেহারার কারণে অনেক সময়ই ভক্তকুলের মন জয় করতে দেখা যায় অভিনেত্রীকে। একটা সময় এই চেহারার জন্য গোটা ভারত দিওয়ানা ছিল শিল্পা শেঠির। এখন শিল্পাকে ছাপিয়ে সেই জায়গাটা নিজের করে নিয়েছেন সাক্ষী। ভক্তরা তার বিভিন্ন বোল্ড ও সাহসী ছবি দেখতে বেশ আগ্রহী। আর সেটা তার নতুন ইনস্টাগ্রাম রিল থেকেই বেশ স্পষ্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একেবারেই নজরকাড়া লুকে ধরা ধরা দিয়েছেন অভিনেত্রী সাক্ষী মালিক।

দুধসাদা শাড়িতে বোল্ড লুকে সাক্ষী মালিক

পোস্ট করা ইনস্টাগ্রাম রিল ভিডিওতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে একটি দুধসাদা রংয়ের শাড়িতে। স্কিন শোয়িং এর ক্ষেত্রে সাক্ষী মালিকের জুড়ি মেলা ভার। আর সেটা তিনি আবারও প্রমাণ করে দিলেন এই ভিডিওতে। তার পরনে ছিল একটি সাদা রঙের ব্রালেট এবং তার সাথেই ছিল একটি শিফনের কাজ করা সাদা শাড়ি। সঙ্গে পার্ল দিয়ে গড়া এক অভূতপূর্ব সুন্দর ডিজাইনের এমব্রয়ডারি ছিল সেই পোশাকের সঙ্গে। ভিডিওতে বলিউডের রেট্রো জমানার কালজয়ী গান চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো এর সুরে লিপ মিলিয়েছন অভিনেত্রী। আর তার এই বোল্ড কায়দায় লিপসিংকিংয়ের ভিডিওটি দেখে রীতিমতো বোল্ড আউট তার পুরুষ ভক্তরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভক্তরা করলেন প্রেম নিবেদন

অভিনেত্রী সাক্ষী মালিক কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। পাশাপাশি তিনি কিন্তু বোল্ড ছবি পোস্ট করতে থাকেন। এই ছবির নিচেও দর্শকদের কমেন্ট ছিল একেবারেই নজরকাড়া। কেউ লিখেছেন, আপনার থেকে নজর সরানো যাচ্ছেন, কেউ আবার লিখছেন মন্ত্রমুগ্ধকর। কয়েকজন পুরুষ ভক্ত তো সরাসরি নিজের প্রেমের কথা কমেন্ট বক্সেই জানিয়ে দিলেন সাক্ষীকে। সেলিব্রিটিরাও এই দুরন্ত রিলের নিচে করেছেন একাধিক কমেন্ট। কয়েকজন যদিও এই শাড়ির লুক দেখে সাক্ষীকে উপদেশ দিয়েছেন যেনো তিনি বারবার এই শাড়ি লুকেই সামনে আসেন। আবার অনেকেই প্রশ্ন করেছেন সাক্ষী মালিক নিজেকে এতটাই ফিট রাখেন কিভাবে? সেই গোপন রহস্যটা কি? সেই নিয়ে অবশ্য কোনোদিনই তাকে বিশেষ কথা বলতে শোনা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Malik (@sakshimalikk)

About Author