Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূলে যোগ দিলেন জনপ্রিয় টলি অভিনেতা সৌরভ দাস

তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন টলিউড অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। তৃণমূলের সাংবাদিক বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দলে থেকে তার সঙ্গে মানুষের জন্য…

Avatar

তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন টলিউড অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। তৃণমূলের সাংবাদিক বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দলে থেকে তার সঙ্গে মানুষের জন্য কাজ করার জন্য তিনি যোগ দিয়েছেন তৃনমূলে এমনটাই তিনি জানালেন।এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে আলাপ-আলোচনার পর বৈঠকে তিনি যোগদান করেছেন বলে জানা গিয়েছে।

সৌরভের জন্মদিন ছিল বৃহস্পতিবার। সকালে তিনি অনুরাগীদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন। তারপর বিকেলবেলা তিনি নতুন ছবি বার্নিং বাটারফ্লাই এর সাংবাদিক বৈঠকে গিয়েছিলেন। সেখানে জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের পর সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা উস্কে দিয়েছিলেন সৌরভ দাস। তাকে তখন প্রশ্ন করা হলেও তিনি সরাসরি কিছু জানাননি। তিনি জানিয়েছিলেন, এখনও কিছু ঠিক হয়নি। এই মুহূর্তে আগে থেকে কিছু বলা সম্ভব নয় তার পক্ষে। কিন্তু তার মধ্যেই আজকে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন সৌরভ দাস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে ভোটের রাজনীতিতে টলিউড বেশ সরগরম রয়েছে। তারকাদের দলবদল কিন্তু একেবারে লক্ষণীয়। ইতিমধ্যেই জনপ্রিয় টিভি অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ঘোষণা করে দিয়েছেন, তার সক্রিয় রাজনীতিতে আসার শুধুমাত্র সময়ের অপেক্ষা। মনে করা হচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছেন। তার মধ্যেই আজ তৃণমূলে যোগ দিলেন সৌরভ। করে আবারও নতুন করে সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি।

About Author