Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mohit Raina Marriage: চুপি চুপি বিয়ে সারলেন দেবো কা দেব মহাদেব’ খ্যাত মোহিত রায়না!

গত বছর নভেম্বর মাস থেকেই বিটাউনে একের পর এক সেলিব্রেটি নিজের মনের মানুষের সাথে বিয়ে সারছেন। বছরের শুরুতে বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোহিত রায়না। শনিবার সন্ধ্যায় হঠাৎ করে…

Avatar

By

গত বছর নভেম্বর মাস থেকেই বিটাউনে একের পর এক সেলিব্রেটি নিজের মনের মানুষের সাথে বিয়ে সারছেন। বছরের শুরুতে বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোহিত রায়না। শনিবার সন্ধ্যায় হঠাৎ করে বিয়ের ছবি শেয়ার করে সকলকে তাক লাগিয়ে দিলেন। মোহিত টেলিভিশনের অতি পরিচিত মুখ। স্টার ভারতের ধারাবাহিক ‘দেবো কা দেব মহাদেব’ দিয়ে তিনি সকল দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। হিন্দি এই ধারাবাহিকের শিবের চরিত্রে অভিনয় করেন মোহিত রায়না। ধারাবাহিকের সঙ্গে ক্রমশ বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তাও। মহাদেব চরিত্রে দর্শকের থেকে বিপুল জনপ্রিয়তা পান।

বছরের প্রথম দিনই মনের মানুষের সাথে এদিন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুখবর দিয়েছেন। আর এদিন এই খবর পেয়ে অনুরাগীদের মন খুশি করে দিলেন অভিনেতা। নিজেদের বিয়েতে সাবেকি সাজেই ধরা দিয়েছেন নবদম্পতি। মোহিত এদিন পরেছিলেন পরেছিলেন সাদা শেরওয়ানি এবং অদিতি পরেছিলেন প্রিন্টেড লেহেঙ্গা। বিয়ের ছবির সঙ্গে ক্যপাশানে লেখেন, ‘ভালোবাসা কোনও বাধা মানে না। অনেক বড় বড় বাধা পেরিয়ে যায়। নিজের লক্ষে পৌঁছনোর জন্য যেকোনও দেওয়াল টপকে যায়। অনেক আশা রয়েছে মনে। বাবা-মা গুরুজনদের আশির্বাদ এবং সকলের ভালোবাসা শুভেচ্ছা ও মনে অনেক আশা নিয়ে আমরা নতুন জীবন শুরু করলাম। আপনাদের প্রত্যেকের ভালোবাসা এবং আশির্বাদ চাই আমাদের নতুন জীবন শুরুর পথে। অদিতি এবং মোহিত’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মোহিতের বিয়ের এমন সুন্দর ছবি দেখে স্বাভাবিক ভাবেই কমেন্টবক্সে একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে। এদিন শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন বলিউডের অনেক তারকারা। দিয়া মির্জা, ম্রুণাল ঠাকুর, কর্ণ জোহর এবং আরও অনেক তারকার এবং নেট নাগরিকরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই কিউট নবদম্পতিকে।

 

View this post on Instagram

 

A post shared by Mohit Raina (@merainna)

উল্লেখ্য, দেবো কে দেব মহাদেব ছাড়া টেলিভিশনে বন্দিনী, গঙ্গা কি ধীজ, চেহরে, চক্রবর্তী অশোক সম্রাট প্রমুখ কাজ করেছেন মোহিত। এছাড়াও আদিত্য ধরের ‘উরি দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতে ভিকি কৌশলের দাদার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীতে তাঁকে দেখা গিয়েছে ‘সিদ্দত’ ছবিতে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সানি কৌশল এবং রাধিকা মদন। এছাড়াও ‘মুম্বই ডায়রিজ ২৬/১১’ ছবিতে ড. কৌশিক ওবেরয়ের চরিত্রে অভিনয় করেন মোহিত।

About Author