Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূলে যোগদান করলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে

এবারে আনুষ্ঠানিভাবে তৃণমূলে যোগ দিলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey)। তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) হাত থেকে তিনি তৃণমূলের পতাকা গ্রহণ করেন। তার পাশাপাশি ভরত কল (Bharat…

Avatar

এবারে আনুষ্ঠানিভাবে তৃণমূলে যোগ দিলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey)। তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) হাত থেকে তিনি তৃণমূলের পতাকা গ্রহণ করেন। তার পাশাপাশি ভরত কল (Bharat Kaul) এবং টলিউডের আরো বেশ কয়েকজন মুখ তৃণমূলে যোগ দিলেন এদিন। তবে সব থেকে পরিচিত মুখ ছিলেন দীপঙ্কর।

কয়েকদিন আগে আবার বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তার পাল্টা হিসেবে দীপঙ্করকে দলে টেনে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলে যোগ দেওয়ার পর দীপঙ্কর দে বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা থেকে তিনি তৃণমূলে যোগদান করলেন। তার পাশাপাশি তিনি বললেন, “আমি বহুদিন ধরে তৃণমূলের স্বপক্ষে রয়েছি। শারীরিক কারণে এতদিন সব জায়গায় যেতে পারিনি। কিন্তু এবারে তৃণমূলের প্রতি আমার কৃতজ্ঞতা স্বরূপ আমি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করছি। উনি আমাকে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ দিয়ে সম্মানিত করেছেন। এটা আমার জীবনের একটি বড় ব্যাপার।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্ষীয়ান অভিনেতা আরো বলেছেন,”আমি যখন অসুস্থ হয়ে হাসপাতালে গেছিলাম তখন উনি আমার খোঁজ খবর নিয়েছিলেন। আমার চিকিৎসা সমস্ত খরচ রাজ্য সরকার বহন করছে। তাই আমি তৃণমূলের সাথে বেইমানি করতে পারবোনা। এই কারণে আমি তৃণমূলের সঙ্গেই থাকব।” তার সাথে রুদ্রনীলের বিজেপিতে যোগদান নিয়ে দীপঙ্কর দে বললেন,’কে কোথায় গিয়ে পাঁপড় ভাজলো আর দায়িত্বটা আমি নিতে পারবো না। ” অবশ্য তিনি স্বীকার করেছেন, বর্তমানে রাজনৈতিক দিক দিয়ে টলিউড দু’ভাগে বিভক্ত। এবং তার আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য ক্ষমতায় আছেন। শেষে তিনি বলেন, ‘বাংলা কথা শুনে রাখুন, তৃণমূল জিতছে।”

About Author