Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার থাবা অনুপম খেরের পরিবারে, আক্রান্ত ৪ জন

করোনার থাবা বলিউডে বেশ ভালোরকমেই চেপে বসেছে। অমিতাভ ও অভিষেক বচ্চনের পর এবার করোনা আক্রান্ত বলিউডের আরেক বিখ্যাত অভিনেতা অনুপম খেরের মা এবং ভাই, ভাইয়ের স্ত্রী ও মেয়ে। রবিবার সকালে…

Avatar

করোনার থাবা বলিউডে বেশ ভালোরকমেই চেপে বসেছে। অমিতাভ ও অভিষেক বচ্চনের পর এবার করোনা আক্রান্ত বলিউডের আরেক বিখ্যাত অভিনেতা অনুপম খেরের মা এবং ভাই, ভাইয়ের স্ত্রী ও মেয়ে। রবিবার সকালে অভিনেতা নিজেই টুইটে ভিডিও প্রকাশ করে একথা জানান। তবে অভিনেতার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানিয়েছেন।

তিনি টুইটে বলেন যে তাঁর মাকে বর্তমানে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন ধরেই তাঁর মায়ের শরীর ভালো যাচ্ছিল না। তাই শেষপর্যন্ত করোনা পরীক্ষা করা হয়। আর তারপরেই করোনা পজিটিভ ধরা পরে। তবে পরিবারের বাকি সদস্য অর্থাৎ তাঁর ভাই রাজু, ভাইয়ের স্ত্রী রিমা, এবং ভাইয়ের মেয়ে বৃন্দা এখন বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। এর পাশাপাশি তিনি ভিডিওতে বৃহন্মুম্বই-র পুরসভার প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন যে পুরসভারকর্মীরা তাঁর ভাইয়ের বাড়ি স্যানিটেজেশন করছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, অভিনেত্রী রেখার বাংলোকেও সিল করে দেওয়া হয়েছে। কারণ তাঁর  বাড়ির এক কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া অমিতাভ বচ্চনের বাড়ি জলসা ও সিল করে দেওয়া হয়েছে। বাড়ির বাইরে ব্যারিকেড দেওয়া হয়েছে। বাড়িতে ঝোলানো হয়েছে কন্টেনমেন্ট জোনের বোর্ড।

About Author