বলিউডবিনোদনভাইরাল & ভিডিও
ছোট পোশাকে নাইশার নাচ, ঝড় তুলল কাজলের মেয়ের ভিডিয়ো

×
Advertisement
স্টার কিডদের মধ্যে অনেকের ভিডিও ছবি ভাইরাল হয়। এবার নাইশা দেবগণের ভিডিয়ো ভাইরাল হল। বন্ধুদের সঙ্গে দেশি ঠুমকা দিচ্ছেন কাজল-অজয়ের মেয়ে নাইশা। মাত্র ১৭ বছর বয়স নাইশার। পড়াশুনো করছেন। এখনও সিনেমা জগতে পা রাখেননি এই স্টার কিড। তবে বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যেই চুটিয়ে মজা করেন নাইশা। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে ট্রাউজার এবং সাদা টপ পরে ক্যামেরার সামনে নাচের স্টেপ দিচ্ছেন। সোশ্যাল হ্যান্ডেলে নাইশা দেবগণের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন নাইশার দেশি ঠুমকা………………।।
Advertisement
View this post on Instagram
oh @nysadevgan girl hmu and I’ll teach u how to twerk…for free! • #nysadevgan