Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গোবিন্দার ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে অভিনেতা অজয় ​​দেবগনের মেয়ে, শীঘ্রই দেখা যাবে গোবিন্দার বাড়িতে

আশির দশকে বলিউডে পা রেখেছিলেন এক যুগান্তকারী অভিনেতা। রাতারাতি গোটা দেশের কাছে প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তিনি একটি সিনেমার মাধ্যমে। বক্সঅফিস কাঁপিয়ে ব্যাপক ব্যবসা করেছিল 'লাভ ৮৬' সিনেমাটি। তারপর একের…

Avatar

আশির দশকে বলিউডে পা রেখেছিলেন এক যুগান্তকারী অভিনেতা। রাতারাতি গোটা দেশের কাছে প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তিনি একটি সিনেমার মাধ্যমে। বক্সঅফিস কাঁপিয়ে ব্যাপক ব্যবসা করেছিল ‘লাভ ৮৬’ সিনেমাটি। তারপর একের পর এক সিনেমায় সুযোগ পেতে থাকেন তিনি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দার কথা বলা হচ্ছে। এই অভিনেতা বলিউডে ডেবিউ করার পর মাত্র ৪ বছরের মধ্যে ৪০ টি ছবি করেছিলেন। তবে বর্তমানে খুব একটা বলিউডের সাথে যোগাযোগ রাখেন না তিনি। তবে সম্প্রতি তিনি নিজের ছেলের কারণে সোশ্যাল মিডিয়ার খবরের শিরোনামে এসেছেন।

আজকালকার দিনে নেটিজেনরা তাদের প্রিয় তারকাদের বলি ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ওয়াকিবহাল হন। সম্প্রতি বলি অভিনেতা গোবিন্দা নিজের ছেলের কারনে ইন্টারনেট দুনিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন। জানা গিয়েছে, গোবিন্দার ছেলে হর্ষবর্ধন আহুজার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এক জনপ্রিয় বলিউড অভিনেতার মেয়ে। কিন্তু কে সে? ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে তুমুল চর্চা চলছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানিয়ে রাখি, গোবিন্দার ছেলের সাথে এখন অনেক সময় কাটাচ্ছেন অজয় দেবগন এবং কাজল কন্যা নাইসা দেবগন। এই খবরের জন্য এখন রীতিমতো খবরের শিরোনামে রয়েছেন অজয় দেবগন ও তাঁর কন্যা। বর্তমানে গোবিন্দার ছেলের সাথে বেশ ‘বন্ধুত্ব’ বেড়েছে তাঁর। গোবিন্দার ছেলে হর্ষবর্ধন আহুজার সাথে একসাথে অনেক সময় কাটাচ্ছেন নাইসা দেবগন। আর এর থেকেই নেটিজেনরা ধারণা করে নিয়েছেন যে দুইজনের মধ্যে বেশ ভালই প্রেমের সম্পর্ক রয়েছে।

তবে এখন নেটিজেনদের মনে একটাই প্রশ্ন অজয় কন্যা কি পুত্রবধূ হতে চলেছে গোবিন্দা পরিবারে। আসলে নাইসা কিছুদিন আগে এক দুধ সাদা পোশাক পরে ডিনার ডেটে গিয়েছিলেন। আর ভাইরাল হওয়া ছবি যে একশো শতাংশ সত্যি, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। যাইহোক এবার নাইসা যশবর্ধনের সম্পর্ক কত দূর এগোয়, সেটাই দেখার।

About Author