নিউজরাজ্য

ঝোড়ো হাওয়ার সাথে অ্যাসিড বৃষ্টি, ভয়ঙ্কর চিত্র বাংলায়

Advertisement
Advertisement

আকাশ মেঘলার সাথে সাথে গোটা কলকাতা জুড়ে সকাল থেকে বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে বাতাসের উপরিভাগে শুষ্কতার দেখা দিয়েছে এই কারণেই এমন ঝোড়ো হাওয়া বইছে সারাদিন।

Advertisement
Advertisement

তবে শুধু কলকাতা নয় বিহার ও ঝাড়খন্ডের বিভিন্ন অঞ্চলে ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উওরবঙ্গেও ভালো রকম ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। গোটা রাজ্যজুড়েই অসময়ের এই বৃষ্টির কথা জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন : ক্রমশ দাপট বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, বিকেলের পর রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

Advertisement
Advertisement

অন্যদিকে শুক্রবার সিউরিতে অ্যাসিড বৃষ্টির খবরে হইচই শুরু হয়ে যায়। সকাল থেকেই ছিল কুয়াশাচ্ছন্ন আকাশ এরপর হঠাৎ শুরু হয় বৃষ্টি। তবে সাধারণ বৃষ্টি নয়, জলের ফোঁটা পড়তেই হলুদ ছোপ পড়ে যাচ্ছে সেখানে। আবহাওয়াবিদদের মতে পরিবেশের জন্য ভয়ংকর এই অ্যাসিড বৃষ্টি।

শুধু তাই নয় কিছুদিন পরপর এই শিলাবৃষ্টিও মোটেই সুবিধার নয়। এটি পরিবেশের ওপর খারাপ প্রভাব ফেলে। তবে শুধু এ রাজ্যেই নয় বৃষ্টির খবর পাওয়া গেছে দিল্লীতেও। বজ্র-বিদ্যুৎসহ শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে বিভিন্ন অঞ্চল থেকে।

Advertisement

Related Articles

Back to top button