Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

AC লোকাল যাত্রায় চমক! এবার শিয়ালদা থেকে কৃষ্ণনগর ও বনগাঁ, কত লাগবে ভাড়া?

অবশেষে বহু প্রতীক্ষার অবসান। ভিড় ঠাসা গরমের ট্রেনে হাঁপিয়ে উঠেছেন যাত্রীরা? এবার সেই অসুবিধারই স্থায়ী সমাধান নিয়ে এল পূর্ব রেল। খুব শীঘ্রই শিয়ালদহ মেন শাখা এবং বনগাঁ শাখায় চালু হতে…

Avatar

অবশেষে বহু প্রতীক্ষার অবসান। ভিড় ঠাসা গরমের ট্রেনে হাঁপিয়ে উঠেছেন যাত্রীরা? এবার সেই অসুবিধারই স্থায়ী সমাধান নিয়ে এল পূর্ব রেল। খুব শীঘ্রই শিয়ালদহ মেন শাখা এবং বনগাঁ শাখায় চালু হতে চলেছে নতুন এসি লোকাল ট্রেন। যাত্রার অভিজ্ঞতা হতে চলেছে আরও স্বচ্ছন্দ, আরামদায়ক এবং নিরাপদ।

রেল সূত্রে খবর, যাত্রীদের সুবিধার্থে প্রথম দফায় শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় চালানো হবে এসি লোকাল পরিষেবা। থাকবে আধুনিক প্রযুক্তির ছোঁয়া—জিপিএস বেসড অ্যানাউন্সমেন্ট সিস্টেম, ক্যামেরা যুক্ত নিরাপত্তা, টক ব্যাক সিস্টেম, পর্যাপ্ত বসার ও দাঁড়ানোর জায়গা এবং মালপত্র রাখার জন্য থাকবে অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাক। মেট্রোর মতোই আধুনিক এই লোকাল ট্রেন রাজ্যের যাত্রী পরিবহণের মানচিত্রে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কত খরচ হবে এসি লোকালে যাতায়াতে?

রেল ইতিমধ্যেই নতুন ভাড়া তালিকা প্রকাশ করেছে। প্রতিটি টিকিটের দামে যুক্ত থাকবে ৫ শতাংশ GST। দৈনিক, সাপ্তাহিক, ১৫ দিনের এবং মাসিক টিকিট—সব ধরনের অপশনই মিলবে যাত্রীদের জন্য।

শিয়ালদহ মেন শাখার ভাড়া:

  • শিয়ালদহ → দমদম: ₹২৯ (মাসিক ₹৫৯০)

  • শিয়ালদহ → ব্যারাকপুর: ₹৫৬ (মাসিক ₹১২১০)

  • শিয়ালদহ → নৈহাটি: ₹৮৫ (মাসিক ₹১৭২০)

  • শিয়ালদহ → কৃষ্ণনগর: ₹১৩২ (মাসিক ₹২৬৮০)

  • শিয়ালদহ → রানাঘাট: ₹১১৩ (মাসিক ₹২৩১০)

বনগাঁ শাখার ভাড়া:

  • দমদম → বনগাঁ: ₹১১৩ (মাসিক ₹২৩২০)

  • দমদম → হাবড়া: ₹৮৫ (মাসিক ₹১৭২০)

  • দমদম → গোবরডাঙা: ₹৯৯ (মাসিক ₹২০১০)

  • দমদম → বারাসত: ₹৫৬ (মাসিক ₹১২১০)

রেলের তরফে জানানো হয়েছে, পরীক্ষামূলক ভাবে কিছু ট্রেন শীঘ্রই চালানো হবে, যেগুলির ফলাফল সন্তোষজনক হলে ধাপে ধাপে আরও শাখায় এসি ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে।

সাধারণ যাত্রীদের জিজ্ঞাসা — FAQ:

১. কবে থেকে শুরু হবে এসি লোকাল ট্রেন পরিষেবা?
এখনও নির্দিষ্ট দিন জানানো হয়নি, তবে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, “অচিরেই” পরিষেবা শুরু হবে।

২. এসি লোকালের টিকিট কীভাবে কাটবেন?
অন্যান্য লোকালের মতোই টিকিট কাউন্টার, অ্যাপ এবং অনলাইন মোডে কাটতে পারবেন দৈনিক ও মাসিক পাস।

৩. এসি লোকালে কোন ধরনের প্রযুক্তি থাকবে?
থাকবে ক্যামেরা, জিপিএস, টক ব্যাক সিস্টেম, এবং মালপত্র রাখার ব্যবস্থা—এককথায় মেট্রো স্ট্যান্ডার্ড।

৪. যাত্রীদের নিরাপত্তা কতটা নিশ্চিত করা হবে?
প্রতিটি কামরায় নজরদারি ক্যামেরা থাকবে, যার মাধ্যমে নিরাপত্তা আরও জোরদার করা যাবে।

৫. ভবিষ্যতে কোন কোন শাখায় এই পরিষেবা চালু হতে পারে?
সাফল্যের ভিত্তিতে শিয়ালদহ দক্ষিণ, হাওড়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শাখাতেও এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে।

এসি লোকাল চালুর মাধ্যমে রেলের এই অভিনব উদ্যোগ একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি কমাবে, অন্যদিকে রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে উন্নততর করতেও বড় ভূমিকা নেবে। বাংলায় এই প্রথম, লোকাল ট্রেনের অভিজ্ঞতা হতে চলেছে একেবারে ‘ক্লাসি’!

About Author