Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘দিলীপ ঘোষ গরুর দুধে সোনা বার করে সোনার বাংলা গড়বে’, সভামঞ্চ থেকে বিদ্রুপ অভিষেকের

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এখন প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলো তাদের জনসভা করে সাধারণ মানুষের সান্নিধ্য পেতে চাইছে। এরইমধ্যে বাংলায় প্রচারে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এখন প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলো তাদের জনসভা করে সাধারণ মানুষের সান্নিধ্য পেতে চাইছে। এরইমধ্যে বাংলায় প্রচারে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, “মমতাদি জয় শ্রীরাম সহ্য করতে পারেন না। এদিকে বাংলার মানুষ আমাকে জয় শ্রীরাম বলে অভিবাদন করছে। এইসব দেখে ভয়ে মুখ্যমন্ত্রী চণ্ডীপাঠ করতে শুরু করেছেন। আসলে বাংলায় পরিবর্তন আসছে। বিজেপি বাংলায় এলে সোনার বাংলা তৈরি হবে।” কিন্তু এবার যোগীর কথার পাল্টা জবাব দিলেন তৃণমূল নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেছেন, “সোনার উত্তরপ্রদেশের হাল আমরা যা দেখতে পাচ্ছি, তাতে সোনার বাংলার আর প্রয়োজন নেই এই রাজ্যের মানুষদের। সোনার বাংলা গড়বে বলছেন। এদিকে সোনা কথাটা উচ্চারণ অব্দি করতে পারেনা। বলে শুনার।” এছাড়াও তিনি বিদ্রুপ করে বলেছেন, “দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা বের করবেন এবং তা দিয়ে তৈরি হবে বিজেপির সোনার বাংলা।” এছাড়াও এদিন সভামঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপির প্রার্থী তালিকায় একজনের নাম বাংলায় নেই। আর এরা নাকি বাংলা গড়বে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, আজ বাঁকুড়াতে জনসভা করেছেন আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুইল চেয়ারে বসে গতকাল পুরুলিয়াতে জোড়া সভা করেছিলেন। তারপর আজকে সেই পুরুলিয়াতে তিনি আরও তিনটি জনসভা করেন। আসলে পুরুলিয়াতে বিজেপির প্রভাব খুবই কম। গতবার বিধানসভা নির্বাচনে ৯ টি আসনের মধ্যে ৭ টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। বাকি দুটি ছিল কংগ্রেসের। পুরুলিয়াতে বিজেপির খাতা খোলেনি। তবে এবার পুরুলিয়াতে ভালো ফল করার জন্য বিজেপি একদিকে যেমন ঝাঁপিয়ে পড়েছে ঠিক অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়াতে গিয়ে জনসভা করে তৃণমূলের ভিত্তিপ্রস্তর মজবুত করছেন।

About Author