জুনিয়র বচ্চন একটুও রাগ করেননি, উল্টে জোড়হাতে মন্তব্য করেছেন, “হা হা হা!সত্যিই মজার’। তার পরেই শ্লেষ, ‘মানতেই হবে, এই হেয়ার স্টাইলেও আপনার থেকে ঢের সুন্দর আমি!” এখানেই থামেননি জুনিয়র বচ্চন। নিজেও একটি ছোট্ট তামাশা করেছেন “ওহ কুনাল!………”If Abhishek wasn’t “Bachchan” pic.twitter.com/wcny9GU37v
— Gentle Giant (@iKunaal) November 9, 2020
এর আগেও অনেকবার অমিতাভ বচ্চনের নাম নিয়ে কটাক্ষ করা হয় তাঁকে, কিন্তু কোন কিছুতেই ভ্রুক্ষেপ নেই তাঁর, প্রতিবার সপাটে উত্তর দিয়েছেন। সম্প্রতি অভিষেককে দেখা যাবে অনুরাগ বসুর আগামী ডার্ক কমেডি ছবি ‘লুডো’তে। এছাড়াও ‘দ্য বিগ বুল’ ছবিতে মুখ্য ভুমিকায় থাকবেন অভিষেক বচ্চন।I know you like me, I know you do ? pic.twitter.com/MfL00eABi2
— Gentle Giant (@iKunaal) November 9, 2020