সোশ্যাল মিডিয়ায় বরাবর ট্রোল হন জুনিয়র বচ্চন। স্ত্রী ও বাবার রোজগারের সঙ্গে তুলনা করা হয় অভিষেকের। কখনো ‘বচ্চন’ পদবী নিয়ে কটাক্ষ করা হয় তো কখনো স্ত্রীর মুভি ও রোজগারের সঙ্গে তুলনা করা হয়। প্রতিবারই অভিষেক উত্তর দিয়েছেন। এবারেও একই ঘটনা ঘটলো অভিষেকের সঙ্গে। আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন বিগ-বি পুত্র অভিষেক। সম্প্রতি এক গ্রামের ব্যক্তি একটি ছবি শেয়ার করেন। যেখানে তিনি বলেছেন যে অভিষেক বচ্চনের চেয়েও তিনি অনেক বেশি সুদর্শন এবং অভিষেকের পদবী যদি ‘বচ্চন’ না হত, তাহলে তিনি বর্তমানে কোন জায়গায় থাকতেন বলেও প্রশ্ন তোলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির মন্তব্যের কটাক্ষের পর তাঁকে পালটা উত্তর দেন জুনিয়র বচ্চন।
If Abhishek wasn’t “Bachchan” pic.twitter.com/wcny9GU37v
— Gentle Giant (@iKunaal) November 9, 2020
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজুনিয়র বচ্চন একটুও রাগ করেননি, উল্টে জোড়হাতে মন্তব্য করেছেন, “হা হা হা!সত্যিই মজার’। তার পরেই শ্লেষ, ‘মানতেই হবে, এই হেয়ার স্টাইলেও আপনার থেকে ঢের সুন্দর আমি!” এখানেই থামেননি জুনিয়র বচ্চন। নিজেও একটি ছোট্ট তামাশা করেছেন “ওহ কুনাল!………”
I know you like me, I know you do ? pic.twitter.com/MfL00eABi2
— Gentle Giant (@iKunaal) November 9, 2020
এর আগেও অনেকবার অমিতাভ বচ্চনের নাম নিয়ে কটাক্ষ করা হয় তাঁকে, কিন্তু কোন কিছুতেই ভ্রুক্ষেপ নেই তাঁর, প্রতিবার সপাটে উত্তর দিয়েছেন। সম্প্রতি অভিষেককে দেখা যাবে অনুরাগ বসুর আগামী ডার্ক কমেডি ছবি ‘লুডো’তে। এছাড়াও ‘দ্য বিগ বুল’ ছবিতে মুখ্য ভুমিকায় থাকবেন অভিষেক বচ্চন।