বিনোদনবলিউড

অভিষেক বচ্চনের খুশির জায়গা নেই, ঘরে এখন ছোট্ট অতিথি, মেয়ে আরাধ্যাকে দিদি ডাকবে, এটাই খবরের পুরো সত্য

×
Advertisement

মিডিয়াতে বচ্চন পরিবার কোনো না কোনো কারণে চর্চায় থাকেন। বচ্চন পরিবারের অন্দরের কথা জানতে আগ্রহী গোটা দেশ। বহুমানুষ বচ্চন সাহেবকে এক ঝলক দেখার জন্য এখনো মুম্বাইতে তার বাড়ির সামনে অপেক্ষা করেন। বলিউডের বিগ বি তিনি। ইন্ডাস্ট্রিতে তার নামই যথেষ্ট। অগুন্তি হিট ছবি দিয়েছেন নিজের দর্শকদের। ৮০ বছর বয়সেও দাপিয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রি। তার অভিনীত যেকোনো ছবিই সারা ফেলে দর্শকমহলে। সেকথা অবশ্য আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।

Advertisements
Advertisement

তবে শোনা গিয়েছে, বচ্চন পরিবারে এসেছে নতুন সদস্য। খুশির মাহল এখন বচ্চন পরিবারের অন্দরে। আবারো দাদু হলেন অমিতাভ বচ্চন। দিদি হল আরাধ্যাও। এতদিন পর খেলার সঙ্গী পেল সে। জয়া বচ্চন থেকে শুরু করে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনও বেজায় খুশি এই খবরে। বুঝলেন কিছু! হ্যাঁ বচ্চন পরিবারে নতুন সদস্য এসেছে ঠিক কথা কিন্তু, তা অমিতাভ বচ্চনের ভাই অজিতাভ বচ্চনের পরিবারে।

Advertisements

অজিতাভ বচ্চনের মেয়ে নয়না ও কুনাল কাপুরের পুত্র সন্তান হয়েছে। কুনাল কাপুরও অভিনয় জগৎ’এর অন্যতম পরিচিত মুখ। বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৫ সালে নয়না বচ্চনের সাথে গাঁটছড়া বাঁধেন কুনাল। গতবছর জানুয়ারিতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের অভিভাবক হওয়ার কথা জানান এই জুটি। সেইখবর প্রকাশ্যে আসার পরই মিডিয়ার পাতায় চর্চিত হয়েছিলেন তারা।

Advertisements
Advertisement

নয়না ও কুনাল নিঃসন্দেহে বচ্চন পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই খবর প্রকাশ পাওয়ার পর থেকেই তোলপাড় হয়েছিল গোটা মিডিয়া জগৎ। তবে এটি যে গতবছরের খবর সে নিয়ে আর কোন সন্দেহের অবকাশ নেই। সম্প্রতি সেই খবরই পুনরায় চর্চিত হয়েছে নেটদুনিয়ায়। প্রথমে, অনেকেই ভেবে নিয়েছিলেন আবারো মা হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে সেকথা যে সত্যি নয়, তা স্পষ্ট হয়ে গিয়েছে অনেক আগেই। অমিতাভ ও অভিজাত বচ্চনের মাঝে দেখা সাক্ষাৎ হয় প্রায়ই। পারিবারিক অনুষ্ঠানেও একসাথে আনন্দ করেন তারা। এটি যে তাদের পরিবারের জন্য একটি বড় সুখবর ছিল, তা নিঃসন্দেহে বলা চলে।

Related Articles

Back to top button