Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বামেদের ব্রিগেডে এইবার ISF, বক্তার তালিকায় রয়েছে আব্বাসের নাম

L২৮ তারিখ রয়েছে বামফ্রন্টের ব্রিগেড। সেই ব্রিগেডে এইবার দেখা যাবে আব্বাস সিদ্দিকীর দলকেও। ব্রিকেডের বক্তার তালিকায় রয়েছে আব্বাস সিদ্দিকির নামও। এইদিন সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেন আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui)।…

Avatar

L২৮ তারিখ রয়েছে বামফ্রন্টের ব্রিগেড। সেই ব্রিগেডে এইবার দেখা যাবে আব্বাস সিদ্দিকীর দলকেও। ব্রিকেডের বক্তার তালিকায় রয়েছে আব্বাস সিদ্দিকির নামও। এইদিন সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেন আব্বাস সিদ্দিকী (Abbas Siddiqui)। তার সাথে তিনি এইদিন বলেন, লাল শিবিরের সাথে সামঝোতা হয়ে গিয়েছে প্রায় হয়ে গিয়েছে। তবে এখনও চলছে কংগ্রেসের সাথে আলোচনা।

এইদিন আব্বাস সিদ্দিকি বলেন,”জোট নিয়ে সমস্যা অনেকটাই মিটেছে। বামেদের সাথে ইতিমধ্যে সামঝোতা হয়েছে। আমরা ৩০টি সিট পেয়েছি। কংগ্রেসের সাথে আলোচনা চলছে এখনও। ব্রিগেড করব এটা আমাদের বহুদিনের স্বপন ছিল। আমারও চিন্তা ভাবনা সকলের সামনে উঠে আসবে ২৮ তারিখ। এই জন্য এই দিনটিতে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আইএসএফের সকল কর্মীদের এই দিন ব্রিগেডে যাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। প্রতি দল থেকে ৩ জন করে থাকবেন। একজন বক্তা থাকবেন সেই তিন জনের মধ্যে। আমর নামও আছে সেখানে। আজ সন্ধ্যাবেলায় আবারও বৈঠক হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মিমের বিষয়ে আব্বাস বলেন, মিমের বিষয়টা আলোচনার কোনও টেবিলে আছে। তবে আগে আমাদের বিষয়টা সমাধান হোক। পরবর্তীকালে এই বিষয়টিকে নিয়ে ভাবা যাবে। কারণ মনে রাখতে হবে আমাদের কোনও ভুলের জন্য যেন বিহারের বিধানসভার মতো অবস্থা না হয়ে যায়।

এইদিন আব্বাস সিদ্দিকি আরও বলেন,”আসলে আমরা ৭০-৮০ টা সিটের তালিকা দিয়েছিলাম। তার মাঝে বামেরা ৩০ টা দিয়েছেন। আরও আরও ৪-৫টার বিষয়ে কথা চলছে। কংগ্রেসও যদি ২৫-৩০টা আসন দিয়ে দেয়, তাহলে তো সমস্যা মিটে যায়। ইঙ্গিতপূর্ণ ভাবে আব্বাস এইদিন বলেন, যদি কেউ মনে করেন দক্ষিণ বাংলায় জোট হবে, উত্তর বাংলায় হবেনা। এটা তো করা সম্ভব নয়। জোট হতে হলে তা হতে হবে সব জায়গায়। জোট হবে এটা আমরা চাই।

About Author