Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আব্বাস জোকার, বাচ্চা ছেলে, পরিবারের কলঙ্ক, বিস্ফোরক ত্বহা সিদ্দিকী

আবারো প্রকাশ্যে চলে এলো ফুরফুরা শরীফের গোষ্ঠী বিবাদ। মঙ্গলবার পীরজাদা ত্বহা সিদ্দিকী (Twaha Siddiqui) সরাসরি কটাক্ষ করলেন আরেক পীরজাদা আব্বাস সিদ্দিকী কে (Abbas Siddiqui)। একটি অনুষ্ঠানে ত্বহা সিদ্দিকী যোগ দিয়ে…

Avatar

আবারো প্রকাশ্যে চলে এলো ফুরফুরা শরীফের গোষ্ঠী বিবাদ। মঙ্গলবার পীরজাদা ত্বহা সিদ্দিকী (Twaha Siddiqui) সরাসরি কটাক্ষ করলেন আরেক পীরজাদা আব্বাস সিদ্দিকী কে (Abbas Siddiqui)। একটি অনুষ্ঠানে ত্বহা সিদ্দিকী যোগ দিয়ে বলেছেন, “আব্বাস সিদ্দিকী জোকার, বাচ্চা ছেলে।”হুগলির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ত্বহা সিদ্দিকী। সেখানে তিনি আব্বাসের রাজনীতি নিয়ে এবং রাজনৈতিক দল তৈরী নিয়ে তার মন্তব্য জানালেন। সেখানে তিনি প্রতিক্রিয়া দিলেন, “আব্বাস সিদ্দিকী জোকার, বাচ্চা ছেলে। পরিবারের নামে কলঙ্ক। সার্কাসে বিভিন্ন সার্কাস চলার সময় লোকের মনোরঞ্জন করতে জোকার আসেন। তেমনি তিনি এসেছেন রাজনীতির ময়দানে মনোরঞ্জন করতে। রাজনীতির ব্যাপারে আব্বাস সিদ্দিকী কিছুই জানেন না।”অন্যদিকে ত্বহা সিদ্দিকী বারবার জোর দিয়ে রাজ্যে সম্প্রীতি বজায় রাখার কথা বলেছেন। বিজেপি কে কটাক্ষ করে বলেছেন, ” বিভাজনকারী কোন শক্তি এখানে জায়গা করে নিতে পারবে না। ফুরফুরা শরীফ বাংলার মানুষের মনে মনে রয়েছে। যারা ধর্ম নিয়ে চর্চা করে তাদের ক্ষেত্রে রাজনীতির কোনো জায়গা নেই। আব্বাস সিদ্দিকী রাজনীতি নিয়ে এসেছেন। কেউ এটাকে সমর্থন করবে না।”অন্যদিকে ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী সরাসরি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসির কড়া সমালোচনা করেছেন। তিনি কটাক্ষ করেছেন, আসাদুদ্দিন ওয়াইসি বাইরে সাদা কাপড় পরে রয়েছেন, কিন্তু ভিতরে রয়েছে তার গেরুয়া রং। পাশাপাশি তিনি আব্বাস সিদ্দিকী মিথ্যেবাদী এবং বেইমান বলে কটাক্ষ করেছেন এদিন। একটি অনুষ্ঠানে যোগ দিতে আরামবাগে গিয়েছিলেন এদিন ত্বহা সিদ্দিকী। সেখানেই সাংবাদিকদের সঙ্গে তাঁর কথা হচ্ছিল। সেখানে তিনি আসাদউদ্দিন ওয়াইসির তুমুল সমালোচনা করে, তাকে পরোক্ষভাবে বিজেপি সমর্থক বলে কটাক্ষ করেছেন।
About Author