Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Aashram 4: আশ্রম ৪-এর এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল, দেখে জল্পনায় বুক বেঁধেছেন ভক্তরা

'আশ্রম' এমএক্স প্লেয়ারের অন্যতম সাহসী ওয়েব সিরিজগুলোর মধ্যে একটি। এটি নিয়ে শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চার শেষ নেই। সাহসী দৃশ্যে ভরপুর এই সিরিজ ওয়েব সিরিজ দর্শকদের মধ্যে বেজায় জনপ্রিয়, সেকথা…

Avatar

‘আশ্রম’ এমএক্স প্লেয়ারের অন্যতম সাহসী ওয়েব সিরিজগুলোর মধ্যে একটি। এটি নিয়ে শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চার শেষ নেই। সাহসী দৃশ্যে ভরপুর এই সিরিজ ওয়েব সিরিজ দর্শকদের মধ্যে বেজায় জনপ্রিয়, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এই সিরিজের তিনটি সিজন মুক্তি পেয়ে গিয়েছে। অনেকেই এই সিরিজের চতুর্থ সিজনের জন্য অপেক্ষা করছেন। তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবির সূত্র ধরে ‘আশ্রম ৪’এর মুক্তি পাওয়ার জল্পনা তুঙ্গে। বলাই বাহুল্য, এই ছবিগুলি ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই অপেক্ষায় রয়েছেন বাবা নিরালার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি অদিতি পোহানকার নিজেদের বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন যেখানে ববি দেওল, চন্দন রায় সান্যাল, চন্দন কোহলি, তন্ময়, তুষার পান্ডে, দর্শন কুমার ও শচীন শ্রফের মতো অভিনেতাদের দেখা গিয়েছে। এনারা প্রত্যেকেই যে নেটদুনিয়ার অন্যতম জনপ্রিয় ও পরিচিত তারকা সেকথা তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় এবং ওয়েব দুনিয়ায় নজর রাখলেই স্পষ্ট হবে। উল্লেখ্য প্রতিটি অভিনেতাই নিজেদের এদিনের ঝলক শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। খুব সম্ভবত সম্প্রতি গোটা আশ্রমের টিম এক জায়গায় হয়েছিল।

আর এদিনের এই ঝলকগুলি ভাইরাল হতেই ‘আশ্রম ৪’ নিয়ে জল্পনা তুঙ্গে। বেশিরভাগের মতে, খুব শীঘ্রই এই সিরিজের সিজন ৪-এর মুক্তির দিন প্রকাশ্যে আসতে চলেছে। যদি সেকথা সত্যি হয় তবে আনন্দ সীমাবদ্ধ থাকবে না আশ্রম ভক্তদের। এখন শুধুই সময়ের অপেক্ষা। শেষপর্যন্ত এই চতুর্থ সিজন মুক্তি পায় কিনা! সেটাই দেখার, কারণ আশ্রম ৩-এর শেষে অদিতির বিয়ের ঝলক দেখানো হয়েছিল। যেখানে তাকে কনের সাথে দেখা গিয়েছিল। আর সেই দৃশ্যের পর এই দিনের এই ছবিগুলি আশ্রম ৪-এর জল্পনা বাড়িয়ে দিয়েছে আরো।

About Author