বলিউডবিনোদন

VIDEO: বন্ধ ঘরে আম্রপালির সঙ্গে উদ্দাম রোম্যান্সে মেতে নিরাহুয়া, ভিডিওতে ভিউ ছুঁল কোটি

Advertisement
Advertisement

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bhojpuri Film) জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের প্রসঙ্গ উঠলে সবার আগেই উঠে আসবে নিরাহুয়া এবং আম্রপালি দুবের নাম। দীনেশ লাল যাদব ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন অভিনেতা। দীর্ঘদিন ধরে ভোজপুরি দর্শকদের নিজের অভিনয় দিয়ে মুগ্ধ করে চলেছেন তিনি। আর তাঁর সঙ্গে অনলাইনে সবথেকে বেশি জমে যাঁর জুটি তিনি নিঃসন্দেহে আম্রপালি। একসঙ্গে বহু ছবিই উপহার দিয়েছেন তাঁরা দর্শকদের।

Advertisement
Advertisement

ভোজপুরি ফিল্ম জগতের এই নায়ক নায়িকা জুটি সকলেরই প্রিয়। যারা ভোজপুরি সিনেমার ভক্ত, তারা সকলেই চেনেন নিরাহুয়া (Nirahua) এবং আম্রপালিকে। আগেও ভোজপুরি সিনেমা এবং গানের চাহিদা একই রকম ছিল আমজনতার মধ্যে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আসর জমানোর জন্য ভোজপুরি গানের জুড়ি মেলা ভার। এই ইন্ডাস্ট্রি থেকে বহু অভিনেতা অভিনেত্রীই জনপ্রিয়তা পেয়েছেন জাতীয় মঞ্চে। আসলে ভোজপুরি ছবি, ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওর একটি বড় অংশের নির্দিষ্ট দর্শক রয়েছে। আর এখন যত দিন যাচ্ছে ততই যেন খ্যাতি, উন্মাদনা বেড়ে চলেছে ভোজপুরি কনটেন্ট নিয়ে। বর্তমানে হিন্দি সিনেমার তুলনায় ভোজপুরি ছবি, গান নিয়েই চর্চা বেশি হচ্ছে।

Advertisement

Advertisement
Advertisement

ভোজপুরি অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয়তাও বাড়ছে লাফিয়ে। এই তালিকায় প্রথম দিকেই থাকবে নিরাহুয়া এবং আম্রপালি দুবের নাম। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হতে থাকে দুজনের সিনেমার দৃশ্য এবং মিউজিক ভিডিও। এমনকি এই নায়ক নায়িকা জুটির পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হচ্ছে বর্তমানে। ইউটিউবে চোখ রাখলেই এমন প্রচুর ভিডিও পাওয়া যাবে। সম্প্রতি নিরাহুয়া এবং আম্রপালির আরো একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে চর্চা।

‘হোঠ লালিয়া চিখে দে না’ গানের সঙ্গে নিরাহুয়া এবং আম্রপালির রোম্যান্স ফের একবার নজর কেড়ে নিয়েছে দর্শকদের। নিরাহুয়া মিউজিক ইউটিউব চ্যানেলে ৩ বছর আগে এই মিউজিক ভিডিওটি আপলোড করা হয়েছিল। নতুন করে ভিডিওটি আবারো উঠে এসেছে চর্চায়। এর মধ্যেই ১ কোটি ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে।

Related Articles

Back to top button