বলিউড নিয়ে যতই মাতামাতি হোক না কেন, আঞ্চলিক ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি (Bhojpuri Film) যথেষ্ট পুরনো। ভোজপুরি সিনেমা এবং গানের দর্শক সংখ্যা অগুন্তি। উপরন্তু করোনার সময় থেকে ভিন্ন ভিন্ন ধরণের সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বাড়ায় বর্তমানে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ফের উঠে এসেছে চর্চার কেন্দ্রে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এখন ভোজপুরি কনটেন্ট চোখে পড়ছে। সেই সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছেন ভোজপুরি অভিনেতা অভিনেত্রীরাও।
ডিজিটাল দুনিয়ার বাড়বাড়ন্ত হতেই ভোজপুরি কনটেন্টের খ্যাতি বাড়ছে নতুন করে। সোশ্যাল মিডিয়ায় রমরমা হতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ভোজপুরি গানের জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে উঁকি দিলেই চোখে পড়বে ভোজপুরি গানে দেদারে নাচের ভিডিও। বিশেষ করে ইউটিউবে ভোজপুরি সিনেমার মিউজিক ভিডিও গুলির চাহিদা রয়েছে আকাশছোঁয়া।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআগেও ভোজপুরি সিনেমা এবং গানের চাহিদা একই রকম ছিল আমজনতার মধ্যে। আর এখন যত দিন যাচ্ছে ততই যেন খ্যাতি, উন্মাদনা বেড়ে চলেছে ভোজপুরি কনটেন্ট নিয়ে। বর্তমানে হিন্দি সিনেমার তুলনায় ভোজপুরি ছবি, গান নিয়েই চর্চা বেশি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে মাঝে মধ্যেই ভাইরাল হয় ভোজপুরি গান এবং নাচের ভিডিও। সম্প্রতি নিরাহুয়া ওরফে দীনেশ লাল যাদব এবং আম্রপালি দুবের একটি মিউজিক ভিডিও বেশ ভাইরাল হচ্ছে।
ভোজপুরি ফিল্মের জনপ্রিয়তম জুটি নিরাহুয়া এবং আম্রপালি। তাঁদের অভিনীত ছবি ‘নিরাহুয়া হিন্দুস্তানি’ আজও দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয় রয়েছে। সম্প্রতি সেই ছবির ‘হামার চোলিয়া মে’ গানটি নতুন করে লাইমলাইটে উঠে এসেছে। ‘নিরাহুয়া মিউজিক’ ইউটিউব চ্যানেলে ৪ বছর আগে আপলোড করা হয়েছিল এই ভিডিওটি। এর মধ্যেই ১.৪ কোটি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। এই গানে নিরাহুয়া আম্রপালির রসায়ন বেশ পছন্দ হয়েছে দর্শকদের।