বলিউডবিনোদন

বোল্ড ফটোশুট করে ইন্টারনেট সেনসেশন আমির খানের তৃতীয় বেগম, রইল ছবি

গুঞ্জন চলছে বলিউড পারফেকশনিস্ট প্রেমে পড়েছেন অভিনেত্রী ফতিমা সানা শেখের

×
Advertisement

বলি জগতের তারকাদের গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ থেকে শুরু করে, তাঁদের ব্যক্তিগত জীবন সমস্তই অনুরাগীদের নজরে থাকে। কোন অভিনেতা অভিনেত্রী কবে কোন ছবি পোস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে বা প্রিয় তারকারা কোথায় ঘুরতে যাচ্ছেন বা কার সাথে সময় কাটাচ্ছেন সবকিছু নিয়েই চর্চা চলে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বর্তমানে ভারত তথা বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে বলিউড স্টার আমির খানের। অনেকে তাঁর সুদক্ষ অভিনয় ক্ষমতার প্রশংসা করে নাম দিয়েছে বলিউড পারফেকশনিস্ট।

Advertisements
Advertisement

সোশ্যাল মিডিয়াতে সর্বদাই চলে আমির খানের হিট ছবি নিয়ে চর্চা। তবে সম্প্রতি শেষ কিছু মাস আমির খান নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন তাঁর ব্যক্তিগত জীবনের এক সিদ্ধান্তের জন্য। আসলে কিছুদিন আগেই দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এর সাথে বিবাহবিচ্ছেদ করেন তিনি। তখন থেকেই গুঞ্জন চলছে বলিউড পারফেকশনিস্ট প্রেমে পড়েছেন অভিনেত্রী ফতিমা সানা শেখের। বর্তমানে তো মাঝে মাঝেই ফতিমা সানা শেখ ও আমির খান একান্তে সময় কাটাতে গিয়ে পাপারাজ্জিদের সম্মুখীন হয়ে থাকেন। এই ফতিমা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন। মাঝে মাঝেই ফটোশুটের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন তিনি।

Advertisements

ফতিমা সানা শেখ ভারতীয় দর্শকদের কাছে দঙ্গল গার্ল নামেও পরিচিত। আসলে এই দঙ্গল সিনেমায় অসাধারণ সুন্দর অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। ফ্যানদের সাথে সংযুক্ত থাকার জন্য তিনি প্রতিদিন ইন্টারনেটে কিছু না কিছু পোষ্ট করে থাকেন। তবে সম্প্রতি সাহসী পোজে ফটোশুট করে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন এই অভিনেত্রী। ভাইরাল ছবিতে কালো এবং সাদা রঙের অফ শোল্ডার গাউন পরে তাঁকে খুব সুন্দর দেখাচ্ছে। লুক কমপ্লিট করতে তিনি হালকা মেকআপ করেছেন। এছাড়া তিনি চুলে উঁচু পনিটেল তৈরি করেছেন। সঙ্গে একজোড়া সোনার কানের দুল পড়েছেন। ছবিতে অভিনেত্রীকে তার হট ফিগারে যে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল তা বলার অপেক্ষা রাখে না।

Advertisements
Advertisement

বলা বাহুল্য, এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ফ্যানরা রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেয়। কেউ কমেন্ট করে লিখেছেন, সেক্সি ; তো কেউ আবার কমেন্ট করে বলেছেন, লাভলি। এছাড়াও অনেকে হার্ট এমোজি কমেন্ট করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, খুব শীঘ্রই ফতিমাকে দেখা যাবে ‘থার’ ছবিতে। এই ছবিতে, প্রবীণ অভিনেতা অনিল কাপুর এবং তার ছেলে হর্ষবর্ধন কাপুরের সাথে মুখ্য অভিনেত্রী হিসাবে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।

Related Articles

Back to top button