Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Aadhaar Card: আধার কার্ড তৈরি করার জন্য এবার শুরু হবে নতুন আধার কেন্দ্র, অবিলম্বে জেনে নিন সমস্ত আপডেট

গত কয়েক বছর ধরে ভারতে আধার কার্ড একটা অপরিহার্য নথি হয়ে উঠেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় ভর্তি হওয়া, যানবাহন কেনা, খাদ্য সামগ্রী এবং সম্পত্তি…

Avatar

গত কয়েক বছর ধরে ভারতে আধার কার্ড একটা অপরিহার্য নথি হয়ে উঠেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় ভর্তি হওয়া, যানবাহন কেনা, খাদ্য সামগ্রী এবং সম্পত্তি লেনদেনের মতো অনেক কাজে আধার কার্ড আজকালকার দিনে কাজে লাগে। এই নথির ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা দেখে বেশিরভাগ লোক তাদের আধার কার্ড তৈরি করে নিতে শুরু করেছেন। তবে এখনো কিছু মানুষজন রয়েছেন যাদের আধার কার্ড তৈরি হয়নি বা যাদের ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ বা অন্যান্য ডিটেলস ভুল রয়েছে। তবে এই ধরনের মানুষদের এখন কিন্তু আধার সেন্টারে যেতে হবে।

সাধারণত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য এতদিন সরাসরি জেলা সদরে যেতে হতো। সাধারণত যারা গ্রামে থাকেন, তাদেরকে এই কাজের জন্য জেলা সদরে যেতে হয়। এর জন্য সময়ও লাগে এবং বেশ অনেক টাকা খরচ হয়। তবে এবারে এই সমস্যার সমাধান হতে চলেছে। মহারাজগঞ্জের সাতটি ব্লকে এবারে আধার কেন্দ্র খোলা হতে চলেছে বলে জানা যাচ্ছে। স্থানীয় লোকেরা এই আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে নিজেদের কাজ করতে পারেন। এই সাতটি ব্লকে আধার পরিষেবা কেন্দ্র খোলার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এগুলির মধ্যে রয়েছে পানিরা, পার্টওয়াল, ঘুঘুলি, ফরেন্দা, ধানি, ব্রিজমানগঞ্জ এবং লক্ষ্মীপুর। এই উদ্যোগ গ্রহণ করার ফলে উত্তরপ্রদেশের এই অঞ্চলের প্রায় ৩০ লক্ষ মানুষ উপকৃত হবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে জেলা সদর এবং প্রধান পোস্ট অফিসে আধার কার্ড তৈরির জন্য মানুষজন প্রচুর ভিড় করছেন। এর কারণে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও জানা যাচ্ছে। এই নতুন পদক্ষেপ স্থানীয় বাসিন্দাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে। এখন তাদের আধার কার্ড তৈরি করতে বা তাদের তথ্য আপডেট করতে আর খুব একটা দূরে যেতে হবে না। নিজেদের ব্লকেই তারা এই কাজটা করতে পারবেন। এর ফলে তাদের সময় বাঁচবে এবং অসুবিধা কমবে। পাশাপাশি যারা বয়স্ক এবং মহিলা রয়েছেন, তারা অনেকটাই সুবিধা পাবেন। এক জায়গায় সমস্ত পরিষেবা পাওয়া যাবে। বারবার মানুষকে যাতায়াত করতে হবে না। পাশাপাশি বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত সমস্ত তথ্য আপডেট করার সুবিধাও কিন্তু এখানে পাওয়া যাবে।

About Author