নিউজদেশ

Aadhaar Card: মোবাইল নম্বর লিঙ্ক না করেও পেতে পারেন আধার কার্ড সংক্রান্ত এই সুবিধাগুলো, জানুন বিস্তারিত

ভারতের যেকোনো বাসিন্দাকে সনাক্ত করতে UIDAI দ্বারা আধার কার্ড জারি করা হয়

Advertisement
Advertisement

ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী যে কাজই হোক না কেন, সব জায়গাতেই যেকোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দরকার এই আধার কার্ড। ভারতের যেকোনো বাসিন্দাকে সনাক্ত করতে UIDAI দ্বারা আধার কার্ড জারি করা হয়। কেন্দ্রীয় সরকার বারংবার আপনার আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক করতে বলে। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার সবচেয়ে বড় সুবিধা হল আপনি সহজেই আপনার মোবাইল ফোনে এর সমস্ত বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবেন। তবে অনেকেই হয়ত জানেন না যে ফোন নম্বর লিঙ্ক না করলেও আপনি বেশ কিছু আধার সমন্ধিত কাজ করতে পারেন।

Advertisement
Advertisement

আপনি পিভিসি আধার কার্ড অর্ডার, স্ট্যাটাস চেক, আধার তালিকাভুক্তি ও তার আপডেট স্ট্যাটাস ইত্যাদি কাজ করতে পারেন আধার কার্ডের সাথে ফোন নম্বর না লিঙ্ক করেও। আপনি নম্বর লিঙ্ক না করেই অনলাইনে আধার পিভিসি কার্ড ডাউনলোড করতে পারেন। আপনি যদি আপনার পিভিসি কার্ড অর্ডার করার পরে তথ্য চান তবে এর জন্যও মোবাইল নম্বর লিঙ্ক করার প্রয়োজন হবে না। তারা তাদের মোবাইল নম্বর প্রকাশ না করেও এটি ট্র্যাক করতে পারেন।

Advertisement

এছাড়া আপনি যদি কোনো আধার পরিষেবা কেন্দ্র খোঁজেন তাহলে সেক্ষেত্রে আপনার ফোন নম্বরের সাথে আধার কার্ড লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। এরজন্য আপনাকে শুধু UIDAI ওয়েবসাইটে যেতে হবে এবং রাজ্যের নাম, পিন কোড লিখে সার্চ করতে হবে। এছাড়া আধার তালিকাভুক্তির জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান বা কোনও আপডেট করতে চান তবে এর জন্যও আপনাকে আপনার মোবাইল নম্বরকে আধারের সাথে লিঙ্ক করতে হবে না। আর আধার সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে আপনি UIDAI ওয়েবসাইটে গিয়ে তা করতে পারেন বা টোল ফ্রি নম্বর 1947 এ কল করে বা [email protected] ইমেল করেও অভিযোগ জানাতে পারেন। এর জন্য আপনার মোবাইল নম্বর লিঙ্ক করার প্রয়োজন নেই।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button