Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে শুরু হচ্ছে আধার-রেশন কার্ড লিঙ্কের কাজ, জানুন কী করে করাবেন

৩ মাস সময় রয়েছে হাতে। এই তিন মাসের মধ্যেই সেরে ফেলতে হবে Aadhaar কার্ডের সাথে রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজ। বাজারে একাধিক জাল রেশন কার্ড রয়েছে। সেই কারণেই সরকারের পক্ষ থেকে…

Avatar

By

৩ মাস সময় রয়েছে হাতে। এই তিন মাসের মধ্যেই সেরে ফেলতে হবে Aadhaar কার্ডের সাথে রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজ। বাজারে একাধিক জাল রেশন কার্ড রয়েছে। সেই কারণেই সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আধার কার্ড এবং রেশন কার্ডের লিঙ্ক থাকা আবশ্যক। নবান্ন হতে জানা গিয়েছে যে ১ লা জুলাই তথা আজ থেকে শুরু হচ্ছে এই কাজ। নির্দিষ্ট সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে কাজের দায়িত্ব।এইদিন সমস্ত জেলা শাসকদের সাথে এই বিষয়ে ভিডিও কলে কথাও বলেছেন খাদ্য সচিব। সেই ভিডিও কলে তার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ৩ মাসের মধ্যে রেশন কার্ডের সাথে Aadhar কার্ডের লিঙ্ক করাতে হবে। প্রথম দফায় প্রতিনিধিদের যেতে হবে বাড়ি বাড়ি। সেখানে গিয়ে করাতে হবে হবে লিঙ্ক। ২য় দফায় রাজ্যকে সাহায্য করবে কেন্দ্র। এমনটাই জানানো হয়েছে খাদ্য সচিবের পক্ষ থেকে। ২য় দফায় তাদের লিঙ্ক করানো হবে যাদের বাড়িতে গিয়ে পাওয়া যাবেনা। তবে সমস্ত কাজই করা হবে নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে। এমনটাও জানিয়েছেন তিনি।এর সাথে এইদিন জেলা শাসকদের খাদ্য সচিবের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দুয়ারে রেশন নিয়ে সরকারে গাইডলাইনের কাজ প্রায় শেষের দিকে। যত দ্রুত তা শেষ হবে, তত দ্রুতই শেষ করতে হবে এই সংযুক্তিকরনের কাজ। তবে তার পরেই চালু করা যাবে দুয়ারে রেশন ব্যবস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,”যখন আমি কথা দিই, তখন আমি সেই কথা রাখি। আমরা জিতলে আর রেশন আনতে কষ্ট করতে হবেনা। দুয়ারে রেশন পাবেন মা-বোনেরা।” সেই কথা মাথায় রেখেই খুব দ্রুততার সাথে চলছে দুয়ারে রেশনের কাজ। জানা গিয়েছে খুব তাড়াতাড়ি রাজ্য জুড়ে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প।
About Author