ভারতের কোটি কোটি মানুষের কাছে আধার কার্ড শুধুই একটি পরিচয়পত্র নয়, বরং প্রতিদিনের জীবনে প্রয়োজনীয় প্রায় সব পরিষেবার ভিত্তি। ব্যাংক অ্যাকাউন্ট খোলা হোক, সরকারি সুবিধা পাওয়া হোক কিংবা KYC সম্পূর্ণ করা—সব ক্ষেত্রেই আধারের ১২-সংখ্যার নম্বর অপরিহার্য। ঠিক সেই কারণেই আধার ও প্যান কার্ডের সংযোগ (Linking) সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে জারি করা হয়েছে কড়া নির্দেশিকা। এই নিয়ম মানা না হলে বন্ধ হতে পারে একাধিক আর্থিক পরিষেবা।
কেন জরুরি আধার–প্যান লিঙ্কিং
আধারকে প্যানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা প্রথম শুরু হয় ২০১৭ সালে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর। উদ্দেশ্য ছিল কর ফাঁকি বন্ধ করা এবং নকল বা ডুপ্লিকেট প্যান কার্ড নির্মূল করা। প্রথমে এর শেষ সময়সীমা ঠিক হয়েছিল মার্চ ২০১৮, কিন্তু একাধিকবার তা পিছিয়েছে। শেষ পর্যন্ত আয়কর আইনের ১৩৯এএ ধারা অনুযায়ী আধার–প্যান লিঙ্কিং বাধ্যতামূলক করা হয়। সরকার মনে করছে, এই উদ্যোগে কর ব্যবস্থায় স্বচ্ছতা এসেছে এবং ফেক প্যান কার্ড কমেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকীভাবে লিঙ্ক করবেন আধার ও প্যান
এই প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং কয়েকটি পথে সম্পূর্ণ করা যায়—
অনলাইনে: incometax.gov.in-এ গিয়ে Link Aadhaar সেকশনে PAN, Aadhaar নম্বর ও নাম দিয়ে সাবমিট করতে হবে।
এসএমএসের মাধ্যমে: ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে “UIDPAN <আধার নম্বর><PAN নম্বর>” ফরম্যাটে SMS পাঠাতে হবে।
অফলাইনে: নিকটবর্তী ব্যাংক শাখা বা Common Service Centre (CSC)-তে গিয়ে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব।
না করলে কী সমস্যা হবে?
যাঁরা এখনও আধার–প্যান লিঙ্ক করেননি, তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় (Inactive) হিসেবে গণ্য হবে। এর ফলে—
ব্যাংকিং লেনদেনে সীমাবদ্ধতা আসতে পারে।
ইনভেস্টমেন্ট বা ট্যাক্স ফাইলিংয়ে সমস্যা দেখা দেবে।
নির্দিষ্ট কিছু আর্থিক পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে।
সাধারণ সমস্যা ও সমাধান
অনেক সময় লিঙ্কিং ব্যর্থ হয় নামের অমিলের কারণে। যদি আধার ও প্যানে নাম ভিন্ন থাকে, তবে—
UIDAI ওয়েবসাইটে গিয়ে আধারের নাম সংশোধন করা যায়।
অথবা আয়কর দপ্তরের মাধ্যমে প্যানের নাম সংশোধন করতে হবে।
এছাড়াও ওয়েবসাইটে ভিড় থাকলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কিছু সময় পরে পুনরায় চেষ্টা করা বা স্থানীয় ট্যাক্স অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।