Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দিল্লি দাঙ্গা : গ্রেফতার করতে আধার তথ্য ব্যবহার করা হয়নি : অমিত শাহ

দিল্লির দাঙ্গার দোষীদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য মুখের স্বীকৃতি প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এই অভিযোগ ওঠার একদিন পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার স্পষ্ট করে দিলেন যে,…

Avatar

দিল্লির দাঙ্গার দোষীদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য মুখের স্বীকৃতি প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এই অভিযোগ ওঠার একদিন পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার স্পষ্ট করে দিলেন যে, গ্রেপ্তার করতে আধার তথ্য ব্যবহার করা হয়নি, পরিবর্তে ভোটার আইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে অপরাধীদের চিহ্নিত করা হয়েছিল।

ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা নিয়ে বিতর্ক চলাকালীন লোকসভায় বক্তব্য রেখে অমিত শাহ বলেন, ‘কেবল ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার আইডি কার্ড অপরাধীদের সনাক্তকরণের জন্য ব্যবহার করা হচ্ছে (দিল্লির হিংসায় জড়িত অপরাধীদের)। আধার তথ্য ব্যবহার করা হচ্ছে না।’ এই নিয়ে সংবাদমাধ্যমের কিছু অংশ তাদের রিপোর্টে ভুল ব্যাখ্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : গভীর সংকটে ভারতীয় অর্থনীতি, যে কোন সময় বড় দুর্ঘটনা : রাহুল

২৩ শে ফেব্রুয়ারি উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ৫ শতাধিক আহত হয়েছে। জাফরাবাদ এলাকায় নাগরিকত্ব (সংশোধন) আইনের সমর্থক এবং নাগরিকত্ব (সংশোধন) আইনের বিরোধী – এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। সেই হিংসা দ্রুত ছড়িয়ে পড়েছিল। যার ফলস্বরূপ উত্তর-পূর্ব দিল্লিতে তিন দিন ধরে বিক্ষোভকারীরা বাড়িঘর, দোকানপাট, যানবাহন ও পেট্রোল পাম্প জ্বালিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ করে পাথর ছোঁড়ে।

About Author