ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Aadhaar card verify: অনলাইনে বাড়িতে বসেই ভেরিফাই করে নিন নিজের আধার কার্ডের তথ্য, জানুন সম্পূর্ণ পদ্ধতি

সম্প্রতি আধার কার্ড এর ব্যাপারে নতুন করে আলোচনা শুরু হয়েছে মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্যর পর

Advertisement
Advertisement

ভারতে চালু আজকের দিনে সব থেকে জনপ্রিয় পরিচয় পত্রের মধ্যে একটি হলো আধার কার্ড। এই আধার কার্ড এমন একটি ডকুমেন্ট যা আপনার কাছে থাকতেই হবে। নানা রকম কাজের ক্ষেত্রে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের দিনে। আধার কার্ডের মাধ্যমে পরিচয় পত্র থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা পর্যন্ত সমস্ত কাজ করা সম্ভব। কিন্তু আপনার আধার কার্ড সঠিক কিনা সেটা তো আগে আপনাকে জেনে নিতে হবেই। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি নিজের আধার কার্ড ভেরিফাই করবেন। এজন্য আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে।

Advertisement
Advertisement

অনলাইনে আধার যাচাই করার পদক্ষেপ

Advertisement

ধাপ 1: myaadhaar.uidai.gov.in-এ যান।

Advertisement
Advertisement

ধাপ 2: আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখুন।

ধাপ 3: ‘প্রোসিড অ্যান্ড ভেরিফাই আধার’-এ ক্লিক করুন।

আধার অফলাইনে যাচাই করার পদক্ষেপ

ধাপ 1: mAadhaar অ্যাপ ডাউনলোড করুন।

ধাপ 2: অ্যাপটি খুলুন এবং QR কোড স্ক্যানার চালু করুন।

ধাপ 3: উপস্থাপিত আধারে QR কোড স্ক্যান করুন।

ধাপ 4: এখন, আপনার কাছে উপস্থাপিত ফিজিক্যাল কপি দিয়ে এটি যাচাই করুন।

এর আগে বৃহস্পতিবার, কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজু রাজ্যসভায় জানিয়েছিলেন যে ভোটার তালিকা শুদ্ধ করার উদ্দেশ্যে প্রমাণীকরণ এবং সনাক্তকরণের জন্য আধার হল প্রয়োজনীয় একাধিক নথির মধ্যে একটি। তাই আপনাকেও নিজের আধার কার্ডটিকে সযত্নে রাখতে হবে।

Advertisement

Related Articles

Back to top button