গোরক্ষপুর ও মহারাজগঞ্জ জেলার সাধারণ মানুষদের সুবিধার্থে ডাক বিভাগ এক বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রতি শনিবার এই অঞ্চলের বিভিন্ন ডাকঘরে আয়োজিত হচ্ছে আধার কার্ড তৈরির শিবির। এখানে শুধু নতুন আধার কার্ড তৈরি নয়, পুরনো কার্ডে যে কোনও তথ্যগত ভুলও সংশোধন করা যাবে। ডাকঘরের সিনিয়র সুপারিনটেনডেন্ট বি কে পান্ডে জানিয়েছেন, আগামী ৬ সেপ্টেম্বর একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।
শিবিরের লক্ষ্য
এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষ যাতে দ্রুত ও সহজ উপায়ে আধার কার্ড সম্পর্কিত পরিষেবা পান। অনেকের কার্ডে নাম, জন্মতারিখ বা ঠিকানা সংক্রান্ত ত্রুটি থাকে। আবার অনেকে এখনও আধার কার্ড তৈরি করেননি। এই সব সমস্যার সমাধান করতেই ডাকঘরে নেওয়া হয়েছে এই বিশেষ পদক্ষেপ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকোন কোন ডাকঘরে মিলবে পরিষেবা
গোরক্ষপুর জেলার একাধিক ডাকঘরে এই শিবিরের আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে—আরোগ্য মন্দির, ব্যাংক রোড, বারহালগঞ্জ, ধর্মশালা বাজার, ভাউয়াপার, ক্যাম্পিয়ারগঞ্জ, চৌরিচৌড়া, গাঘা, বাঁশগাঁও, সার কারখানা, পিপরাইচ, গীতা প্রেস, গোরক্ষনাথ মন্দির, শিবনগর, ব্রাহ্লনগর, আলিগঞ্জ ও ব্রাহ্মণপুর। এছাড়াও কৌদিরাম, খাজনি, কুদ্রাঘাট, লোকো ওয়ার্কশপ, সাহাজানওয়া, সর্দারনগর, সিক্রিগঞ্জ, উনওয়াল, উরুয়া বাজার, কাছাড়ি, পিপিগঞ্জ ও মহারাজগঞ্জ হেড অফিসে শিবির হবে। মহারাজগঞ্জ জেলার ব্রিজমানগঞ্জ, থুঠিবাড়ি, ভিটাউলি বাজার, ধনি বাজার, ঘুঘুলি, বাঁওড়োয়ার, বাঁশঝাড়, বাজার ও লক্ষ্মীপুর ডাকঘরেও মিলবে একই পরিষেবা।
সাধারণ মানুষের স্বস্তি
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, আধার কার্ড তৈরি ও সংশোধনের জন্য এতদিন প্রায়শই দীর্ঘ লাইনে দাঁড়াতে হত। অনেক সময় দূরের সেন্টারে যেতে হত। এখন প্রতি শনিবার নিজের এলাকার ডাকঘরেই কাজ সম্পন্ন হবে। এতে সময় ও খরচ—দুটোই বাঁচবে।
সরকারের বার্তা
অর্থনৈতিক ও সামাজিক পরিষেবার সঙ্গে আধার কার্ড সরাসরি যুক্ত। ব্যাংকিং, সরকারি ভাতা, সাবসিডি, স্বাস্থ্য পরিষেবা—প্রায় সব ক্ষেত্রেই আধারের প্রয়োজন। তাই সাধারণ মানুষের জন্য এটি আরও সহজলভ্য করতে ডাক বিভাগ এ ধরনের উদ্যোগ নিয়েছে। শিবিরে উপস্থিত থেকে মানুষ তাঁদের সমস্যার তাৎক্ষণিক সমাধান পেতে পারবেন।