নিউজদেশব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আধার কার্ডে ৪.৭৮ লক্ষ টাকা লোন দিচ্ছে সরকার, জেনে নিন খবরের সত্যতা

দেশের ১৩৭.৯ কোটি আধার কার্ড ধারক ৪.৭৮ লাখ টাকা ঋণ পাবেন

Advertisement
Advertisement

ভারতে ঋণ গ্রহণের জন্য মানুষ বেশ উৎসুক থাকে। এবং যদি এই ঋণ সরকার থেকে আসে, তাহলে মানুষ তা পেতে যেকোনো কিছু করতে প্রস্তুত থাকে। তবে সরকার দ্বারা প্রদত্ত ঋণের জন্য অনেক শর্ত থাকে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হচ্ছে যাতে দাবি করা হচ্ছে যে সরকার আধার কার্ডের উপর ৪.৭৮ লাখ টাকা ঋণ দিচ্ছে।

Advertisement
Advertisement

সম্প্রতি হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি বার্তা ভাইরাল হচ্ছে যাতে দাবি করা হচ্ছে যে সরকার ৪.৭৮ লাখ টাকা ঋণ দিচ্ছে। দাবি করা হচ্ছে যে এই ঋণ সেই সকল মানুষ পাবে যাদের কাছে আধার কার্ড আছে। যদি এই দাবি কে সত্য মনে করা হয়, তাহলে দেশের ১৩৭.৯ কোটি আধার কার্ড ধারক ৪.৭৮লাখ টাকা ঋণ পাবে।

Advertisement

তবে প্রেস ইনফরমেশন বিউরোর ফ্যাক্ট চেক টিম একটি পোস্ট করে বলেছে যে সরকারের নামে করা হচ্ছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। সরকার এই ধরনের কোন ঋণ দিচ্ছে না। এই ধরনের বার্তার প্রতারণায় না যেতে এবং বার্তার সাথে প্রাপ্ত কোন লিঙ্কে ক্লিক করে কোন অ্যাপ ডাউনলোড না করা এবং কোন ব্যক্তিকে আপনার ব্যাংকের তথ্য শেয়ার না করা উচিত। আপনার আধার কার্ড কেউ দেবেন না।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button