Today Trending Newsদেশনিউজ

সাবধান, নতুন কেলেঙ্কারি! আধার কার্ড দিয়ে টাকা তুললেই ঘনাবে বিপদ – Aadhaar Fingerprint Scam

×
Advertisement

আধার কার্ড নিয়ে নতুন খবর প্রকাশ্যে এসেছে। সেকথা শুনে বিপদের আশঙ্কা করছেন অধিকাংশ সাধারণ মানুষ। আধার কার্ড ইসু করানোর শুরুতেই আঙুলের ছাপ দেওয়া হয়েছিল। সম্প্রতি মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, এবার সেই আঙুলের ছাপ ক্লোন করেই চলছে কেলেঙ্কারি। সাধারণ মানুষের কষ্টের টাকা সরাসরি তুলে নেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। এই সংক্রান্ত একটি খবর খুব সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

Advertisements
Advertisement

ফিঙ্গারপ্রিন্ট ক্লোন কেলেঙ্কারি-
আধার কার্ডের ক্ষেত্রে এই কেলেঙ্কারির কথা শোনা যাচ্ছে। খুব সম্প্রতি একটি ব্যবসায়িক সাইটে একটি খবর প্রকাশিত হয়েছিল, যেখানে এক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট ক্লোন কেলেঙ্কারি সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। জানা গেছে, ঐ ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন কেলেঙ্কারির সূত্র ধরে ৫৭,৯০০ টাকা তুলে নেওয়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তৎপর হয়েছেন পুলিশ ও প্রশাসন। ইতিমধ্যেই পুলিশ নিজেদের বিশেষ টিমের সূত্র ধরে ৫১২ আঙুলের ছাপ উদ্ধার করেছেন।

Advertisements

আধার সক্ষম পেমেন্ট সিস্টেম-
২০১৪ সালে এই ব্যাঙ্ক ভিত্তিক মডেল চালু করা হয়েছিল সাধারণের কথা মাথায় রেখে। এক্ষেত্রে অ্যাকাউন্টের বায়োমেট্রিক প্রমাণিকরণের সূত্র ধরেই লেনদেন করা হয়। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি উল্লেখ্য পেমেন্ট সিস্টেম সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত। আর এই সুবিধার মাধ্যমে তারা খুব সহজেই টাকা লেনদেন করতে পারেন।

Advertisements
Advertisement

রেশন কার্ড ও ঋণের নামে প্রতারণা-
একদল প্রতারক বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে বেড়ান। তারা ওই অসহায় মানুষদের রেশন কার্ড দেওয়ার নামে কিংবা ঋণ দেওয়ার নাম করে তাদের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেন এবং তাদের কষ্টে জমিয়ে রাখা যৎসামান্য পুঁজিও নিজেদের কাছে নিয়ে নেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত বিষয়ে সেই অসহায় মানুষরা হয়ে ওঠেন আরো অসহায়।

আধারের তথ্য সুরক্ষা-
আধারের তথ্য সুরক্ষার জন্য আধার লক করা প্রয়োজন। আধার লক হয়ে যাওয়ার পর ঐ কার্ডের সূত্র ধরে আর কেউ কোনোরকম লেনদেন করতে পারবেন না। এক্ষেত্রে সবার প্রথমে ‘মা আধার’ বা ‘ইউআইডিএআই’ অ্যাপের মাধ্যমে লগইন করতে হবে। লগইন করার পর এখানেই ১৬ নম্বরের ভার্চুয়াল আইডি জেনারেট করতে হবে যা, আধারের সাথে লিঙ্ক করা ফোন নম্বরেই এসএমএস মারফত যাবে। আর এর পরেই আধার লকের লিঙ্ক স্ক্রিনে আসবে, সেটি নির্বাচন করলেই আধার লক হয়ে যাবে।

আধার আনলক করার পদ্ধতি-
একবার আধার লক করে ফেললে সেটি আনলক করার জন্য আগের ঐ ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডির নম্বরটি দিতে হবে। ভার্চুয়াল আইডি নম্বরই আধার আনলক করতে সাধারণত সাহায্য করে থাকে।

Related Articles

Back to top button