Today Trending Newsদেশনিউজরাজ্য

Aadhaar Card বিনামূল্যে আপডেট করা যাবে, ১৪ জুন পর্যন্ত এই সুযোগ দিচ্ছে UIDAI

এই আধার কার্ড আপডেট করার বিষয়টি নিয়ে UIDAI মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরীর চেষ্টা করছে

Advertisement
Advertisement

আজকের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি হলো আধার কার্ড। সরকারি পরিচয় পত্র হওয়ায় এই কার্ড সব জায়গাতে আমাদের কাজে লাগে। তবে অনেক সময় দেখা যায়, কিছু কিছু পরিবর্তন করতে হয় আধার কার্ডের মূল ডিটেইলে। তখন আবার আমাদের আধার সেন্টারে দৌড়াদৌড়ি করতে হয়, আমার টাকা খরচ করতে হয়। কিন্তু, এবারে UIDAI, অর্থাৎ ভারতের আধার পরিচালনাকারী সংস্থা, এখন ব্যবহারকারীদের ১৪ জুন পর্যন্ত কোনো টাকা না দিয়েই আধার আপডেট করার সুযোগ দিচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে, আপনার যদি আপনার আধারে কোনো ধরনের তথ্য আপডেট করতে হয়, তাহলে এর জন্য আপনাকে এমনিতে ৫০ টাকা চার্জ দিতে হয়। কিন্তু UIDAI জানিয়েছে, আপনি কোনও চার্জ ছাড়াই ১৪ জুন পর্যন্ত আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন।

Advertisement
Advertisement

UIDAI- জানিয়েছে আপনি ১৪ জুন পর্যন্ত কোনো চার্জ ছাড়াই আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনি আপনার আধার কার্ডের নাম, ঠিকানা এবং জন্ম তারিখের মতো তথ্য আপডেট করতে সক্ষম হবেন। তবে, এই সুবিধা শুধুমাত্র মাই আধার পোর্টালের মাধ্যমে পাওয়া যাবে। আপনি যদি আধার কেন্দ্রে গিয়ে এই তথ্য আপডেট করতে চান, তাহলে আপনাকে ৫০ টাকা চার্জ দিতে হবে। তাছাড়াও, UIDAI জানাচ্ছে, যদি আপনার আধার কার্ডটি ১০ বছর আগে তৈরি হয়ে থাকে, তবে আপনাকে আপনার নতুন নথিগুলি পোর্টালে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনাকে হয়তো টাকা দিতেই হবে।

Advertisement

তাহলে চলুন জেনে নেওয়া যাক বিনামূল্যে এই কাজ কিভাবে সারবেন?

Advertisement
Advertisement

প্রথমত, UIDAI ওয়েবসাইটে যান এবং আপডেট আধার বিকল্পে ক্লিক করুন।

এর পরে আপনাকে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর এবং আধার নম্বর লিখতে হবে।

তারপরে আপনাকে OTP যাচাই করতে হবে এবং ডকুমেন্ট আপডেট করার নির্দিষ্ট বিকল্পটি বেছে নিতে হবে।

পরবর্তী ধাপে, আপনাকে ড্রপ লিস্টে গিয়ে আপনার আইডি প্রমাণ এবং ঠিকানা প্রমাণ স্ক্যান করে আপলোড করতে হবে।

এই ধাপের পরে, আপনার জন্য একটি ১৪ সংখ্যার UNR তৈরি হবে। আপনার তথ্য ১৫টি কার্যদিবসের মধ্যেই আপডেট করা হবে।

Advertisement

Related Articles

Back to top button