বড় পর্দায় তেমন কোনো চরিত্রে তাকে দেখা যায়নি, তবে একতা কপুরের ‘গন্দি বাত’ তাকে পৌঁছে দিয়েছে ঘরে ঘরে। কথা হচ্ছে ‘গন্দি বাত’ খ্যাত অভিনেত্রী আভা পল (Aabha Paul) সম্পর্কে।

সোশ্যাল মিডিয়ায় আভা পল ভীষণ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নিজের হট অবতার নিয়ে হাজির হন তিনি সোশ্যাল মিডিয়ায়। শীত হোক বা গ্রীষ্ম সোশাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়াতে ওস্তাদ আভা। লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে তিনি বোল্ড ছবি দিতে দর্শকদের রাতের ঘুম উড়িয়ে দেন।

সম্প্রতি, আভা র একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আভা তার ব্রায়ের ফিতে খুলে ফেলেছে। খোলা পিঠে ঝুলছে ব্রায়ের সরু ফিতে। শাড়ির একদিকের আঁচল দিয়ে ক্লিভেজ ঢাকলেও মাঝে মধ্যে শাড়ি সরে ক্লিভেজ উঁকি দিচ্ছে। অভিনেত্রীর এমন সাহসী ভিডিও দেখে ঘাম ঝড়তে শুরু করেছে পুরুষ ভক্তদের। এমনিতেই বাইরে চলছে তাপপ্রবাহ, তারমধ্যেই আভা র হটনেস ফের গরম করছে পুরুষ হৃদয়।

প্রসঙ্গত,আভা এখনও পর্যন্ত যা যা কাজ করেছেন তার সবকটি বোল্ড ও সাহসী। ২০১৩ সালে কামসূত্র থ্রিডি-তে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন আভা। এরপর একতা কাপুরের অ্যাডাল্ট ওয়েব সিরিজ ‘গন্দি বাত’ এ ধামাকাদার পারফরম্যান্স দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ভক্তদের চিন্তায় নিজেকে ধরে রাখতে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বোল্ড অবতারে হাজির হন আভা।