Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video: রাস্তার মাঝে ‘তোওবা তোওবা‘ গানের সিগনেচার স্টেপ করতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন যুবতী, ভিডিও ভাইরাল

আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া…

Avatar

আজকালকার দিনে কমবেশি সকলেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবার সাথে বহুল পরিচিত। প্রযুক্তির দুনিয়াতে তাল মিলিয়ে চলতে গেলে মোবাইল ফোন থাকা খুবই জরুরি। আর যাদের স্মার্টফোন আছে তাদের কাছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, এমন সংখ্যা হয়তো খুবই কম। বলা যেতে পারে, আলাদিনের আশ্চর্য প্রদীপ হল সোশ্যাল মিডিয়া। এতে দিন দুনিয়ার বিভিন্ন খবর এক ক্লিকেই পাওয়া যায়।

ইন্টারনেট দুনিয়াতে রিল ভিডিওর জনপ্রিয়তা

এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ধরনের ভিডিও। কখনো কোনো নাচের ভিডিও নেটিজেনদের পছন্দ হয়, তো কখনও গানের ভিত্তিতে অভিনয়ের শর্ট ভিডিও সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে আসে। আসলে অনেকেই বিভিন্ন দিকে প্রতিভাবান হয়। আবার অনেক সময় ভাইরাল হয় রোমহর্ষক স্টান্টের ভিডিও। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কোনো গান ট্রেন্ডিং তালিকায় পৌঁছে গেলে সেই গানের তালে রিলের বহর বেড়ে যায়। সম্প্রতি ভিকি কৌশলের ‘তোওবা তোওবা‘ গানের তালে মত্ত সকলে। অনেকেই এই গানের তালে রিল বানাচ্ছেন। সম্প্রতি এই সম্পর্কিত একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে। কি হয়েছিল ভিডিওতে? জানতে চাইলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল ভিডিওর বিবরণ

এবারের ভাইরাল ভিডিওতে দেখা গেছে ভিকি কৌশলের ‘তোওবা তোওবা‘ গানের তালে লাল টুকটুকে শাড়ি পরে রিল বানাচ্ছেন এক যুবতী। সে রাস্তার মাঝে ভিকির সিগনেচার স্টেপ কপি করে নাচতে যান। কিন্তু টাল সামলাতে না পেরে রাস্তার মাঝে মুখ থুবড়ে পড়ে যান ওই যুবতী। সে যে বেশ চোট পেয়েছে, তা ভিডিও দেখলেই বোঝা যায়। এই ভিডিওটি ইনস্টাগ্রামে @mona_dance থেকে পোস্ট করা হয়েছে। এই ভিডিওটি ১ কোটির বেশি মানুষ দেখেছেন। অনেকে লাইক করেছেন ভিডিওটি। তবে কেউ কেউ ওই যুবতীকে সাবধান করেছেন যাতে সে এমন বিপদজনক রিল না বানায়। কেউ লিখেছেন, ‘এত ওভাররিএক্ট করার দরকার নেই‘। কেউ লিখেছেন, ‘বোন পিছন থেকে বাস ধাক্কা মেরে দিত‘। আপনিও আপনার মতামত জানানোর জন্য এখানেই দেখে নিন ভিডিওটি।

 

View this post on Instagram

 

A post shared by srelekha paul (@mona_dance_)

About Author