Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টিউশন পড়তে গিয়ে যৌন নিগ্রহের শিকার নাবালক

টিউশন পড়তে গিয়ে যৌনো নির্যাতনের শিকার বছর নয়ের নাবালক। অভিযুক্ত ২৩ বছরের গৃহশিক্ষক। ঘটনা সামনে আসতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ওই যুবক। ঘটনাটি ত্রিপুরার। পুলিশ সূত্রের খবর, ওই নাবালক নিয়মিত…

Avatar

টিউশন পড়তে গিয়ে যৌনো নির্যাতনের শিকার বছর নয়ের নাবালক। অভিযুক্ত ২৩ বছরের গৃহশিক্ষক। ঘটনা সামনে আসতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ওই যুবক।

ঘটনাটি ত্রিপুরার। পুলিশ সূত্রের খবর, ওই নাবালক নিয়মিত পড়তে যেত অভিযুক্তের বাড়িতে। গত নভেম্বরের শেষের দিকে তাকে ধর্ষণ করে টিউশন শিক্ষক। ঘটনাটি যাতে নবালকটি কাউকে না বলে সেই জন্য তাকে হুমকি দেয় ওই যুবক। ফলে নাবলক ভয়ে পরিবারের কাউকে কিছুই জানায়নি। তবে টিউশনে পড়তে যেতে তার অনিহা বাড়ে। ছেলের এরূপ অস্বাভাবিক পরিবর্তন দেখে চিকিৎসকের পরামর্শ নিন মা। চাইল্ড লাইনের একটি টিম ওই নাবালকের বাড়িতে গিয়ে তার সাথে কথা বললে ধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে আসে। চিকিৎসকেরা জানিয়েছেন, যৌন নির্যাতন এবং হুমকির জেরে ওই নাবালক ট্রমায় চলে গিয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিষয়টি প্রকাশ্যে আসতেই রামনগর থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর বিরুদ্ধে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে বলে সূত্রের খবর। থানার পুলিশ ইনচার্জ বিশ্বজিৎ দাস বলেছেন, ‘নির্যাতিত নাবালকের মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়েছে। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।’

About Author