Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nusrat Jahan: এক বছর পর সিনেমার শ্যুটিং শুরু করলেন নুসরত, কেক কেটে সেলিব্রেশন ঈশান মাম্মার

গত ২৬ শে আগস্ট প্রথমবার মা হয়েছেন নুসরত জাহান। এক মাসের ছেলেকে সামলেই নিজের কাজে ফিরলেন অভিনেত্রী। নতুন ছবির শ্যুটিং শুরু করে দিলেন নুসরত। অন্তঃসত্ত্বা হওয়ার পর ভোটের প্রচার থেকে…

Avatar

By

গত ২৬ শে আগস্ট প্রথমবার মা হয়েছেন নুসরত জাহান। এক মাসের ছেলেকে সামলেই নিজের কাজে ফিরলেন অভিনেত্রী। নতুন ছবির শ্যুটিং শুরু করে দিলেন নুসরত। অন্তঃসত্ত্বা হওয়ার পর ভোটের প্রচার থেকে বহু বিজ্ঞাপনী শ্যুট করেছিলে নায়িকা। কিন্তু ছবির শ্যুটিংয়ে দেখা যায়নি তাঁকে। নুসরতের শেষ রিলিজ ছিল এবছর গত ফেব্রুয়ারির ‘ডিকশনারি’। এই ছবির প্রিমিয়ারে বর্তমান প্রেমিক যশ দাশগুপ্তর হাত ধরেই পৌঁছেছিলেন নুসরত। গত বছর দুর্গা পুজোয় মুক্তি পেয়েছিল যশ-নুসরত অভিনীত ‘এসওএস কলকাতা’, আর এই ছবির শ্যুটিং চলাকালীনই প্রেম সম্পর্কে জড়ান দুজনে। আরো কাছাকাছি আসেন তাঁরা। আর গতকালই জিফাইভে স্ট্রিমিং শুরু হল এই ছবির, আর এইদিন নতুন সিনেমার শ্যুটিং সেটে ফিরলেন নুসরত। 

গতকাল অর্থাৎ শুক্রবার থেকে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ‘জয় কালী কলকাত্তাওয়ালি’র মূল অংশ হলেন নুসরত। প্রথমদিন শ্যুটিং সেটে লাল সালোয়ার কামিজ আর সোনালি দুপাট্টায় দেখা মিলল ঈশানের নিউ মাম্মার।প্রায় ১ বছর পর নুসরত কামব্যাক করলো নিজের কাজের জায়গায়। অবশ্য অভিনেত্রীকে নিয়ে বেজায় এক্সাইটেড ছিল সিনেমার টিমও। এই দিন নিউ মাম্মাকে ওয়েলকাম করার জন্য রেড ভেলভেট কেকের আয়োজন করা হয়েছিল। মেক আপ ভ্যানিটির ভিতরে বসেই কেক কাটলেন নায়িকা।  গত বছর অক্টোবর মাসে ‘স্বস্তিক সংকেত’ ছবির শ্যুটিং শেষ করেছিলেন নুসরত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গিয়েছে, প্রথমদিন রাজারহাট অঞ্চলে সিনেমার নতুন শ্যুটিং করছেন নায়িকা। এই শ্যুটিং পর্ব চলবে ৮ই অক্টোবর পর্যন্ত, তারপর পুজোর বিরতি। কি রকম হবে জয় কালো কললাত্তাওয়ালি?  অনীশ, সুজয় ও মিলি এরা তিন বন্ধু। আর তিন বন্ধুর কাহিনি নিয়ে শুরু এই গল্প। প্রত্যেকেই স্বচ্ছ্বল পরিবারের সন্তান। কিন্তু চাকরির অভাবে নিজেদের ইচ্ছেপূরণের জন্য তাঁরা পকেটমারি শুরু করেন। এর মাঝেই তিলোত্তমা থেকে গায়েব হয় এক কালীমূর্তি। ঘটনাচক্রে হঠাৎ তিন বন্ধুর একদিন একসাথে দেখা হবে মধ্যবিত্ত পরিবারের মেয়ে রাকার সঙ্গে। নাচের স্কুল রয়েছে রাকার। প্রথমে বন্ধুত্বের সম্পর্ক শুরু অনীশ আর রাকার। তারপর তা প্রেমে পরিণতি পায়। এই দুই প্রধান চরিত্রেই রয়েছেন সোহম ও নুসরত। কিন্তু অনীশের চুরিবৃত্তি সম্পর্কে জানতে পারলে কী পরিণতি হবে এই প্রেমের সম্পর্কের? তা পর্দায় তুলে ধরবেন পরিচালক জুটি।

About Author