মা হতে চলেছেন বলিউডের এক অপ্রতিরোধ্য অভিনেত্রী। আপনি জানেন তিনি কে। আলাদা করে তাঁর নাম না নিলেও হয়। এই অভিনেত্রী যেদিন থেকে ভারতের অধিনায়কের হাত ধরলেন সেদিন থেকেই তাঁকে কুঁড়োতে হয় ‘অপয়া’র তকমা। এরপরেও বহু মানুষ বিভিন্ন ধরণের মন্তব্য করেন এই দম্পতির সম্পর্ক নিয়ে। এই তারকা দম্পতি কখনো পেয়েছেন মুখরোচক মন্তব্য, কখনো স্যোশ্যাল মিডিয়ায় নানা রকমের ট্রোল। তবুও দমে যাননি এই যুগল। বরাবর একে অপরের পাশে থেকে প্রমান করেছেন main hamesha khayal rakhunga!
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় বিরাট-অনুষ্কার এক শুভাকাঙ্খী কিছু পোস্ট করেন, যেখানে বিরাট-অনুষ্কার প্রেম পর্ব থেকে শুরু করে অনুষ্কার মা হয় পর্যন্ত জার্নিটিকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন তিনি। ইতিমধ্যে বিপুল ভাবে শেয়ার হয়েছে পোস্টটি। অনেকেই কমেন্ট করেছেন। চলুন দেখে নিই পোস্টটি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowhttps://www.facebook.com/jishnoo.banerjee.7/posts/779871072840590