Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাবা ও প্রেমিককে পিতৃত্বের স্বাদ দিলেন ২১ বছরের এই ব্রিটিশ তরুণী

লন্ডন: এরকম ঘটনা খুব একটা দেখা যায় না। বলতে পারেন, এই ঘটনা বিরল। ঘটনাটি ঘটেছে ইউকের ম্যানচেস্টারে। সেখানকার বাসিন্দা ২১ বছরের স্যাফরন। তার বাবা গে। শুধু তাই নয়, স্যাফরনের বাবা…

Avatar

লন্ডন: এরকম ঘটনা খুব একটা দেখা যায় না। বলতে পারেন, এই ঘটনা বিরল। ঘটনাটি ঘটেছে ইউকের ম্যানচেস্টারে। সেখানকার বাসিন্দা ২১ বছরের স্যাফরন। তার বাবা গে। শুধু তাই নয়, স্যাফরনের বাবা ব্যারি ড্রিউইট-বার্লো ব্রিটেনের প্রথম গে-বাবাদের একজন। এদিকে স্যাফরনের প্রেমিক নিজেও গে। তাই প্রেমিকা স্যাফরনকে ছেড়ে তিনি সঙ্গী হয়ে পড়েন গে-বাবার! কিন্তু তাতে এতটুকু ভেঙে পড়েননি এই ২১ বছরের ব্রিটিশ তরুণী। উল্টে নিজের জীবনের সবচেয়ে প্রিয় দুই পুরুষযুগলকেই পিতৃত্বের স্বাদ দিতে অক্লেশে নিজের ডিম্বাণু দিয়েছেন তিনি।

স্যাফরনের পার্টনারের নাম স্কট হাচিনসন। স্কট মাত্র কয়েকমাস আগে স্যাফরনের সঙ্গে ডেটে গিয়েছিলেন। তারপর তার বাবার সঙ্গে ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়েন স্কট। এমনকি এ বছরেরই অগস্টে ব্যারি ও স্কট একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। তখনই তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হন। তার ফলস্বরূপ ব্যারি ও স্কট একটি ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন। তাও আবার স্যাফরনের ডিম্বাণুর সাহায্যে। মেয়ের নাম ভ্যালেনটিনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গে হলেও বাবা ব্যারি স্যাফরনের এ হেন সারোগেসিকে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত, স্যাফরন নিজেও ব্যারির সারোগেটেড চাইল্ড। সব মিলিয়ে এরকম অদ্ভুত ঘটনা খুব একটা দেখা যায় না। তাই এই ঘটনা খবরের শিরোনামে উঠে আসতে এতটুকু সময় নেয়নি।

About Author