ডিভোর্সি মেয়েকে বিয়ে করা বা এক সন্তানের মাকে বিবাহ করার খবর আমরা হামেশাই শুনি। কিন্তু এবার যে ঘটনার সম্মুখীন হল মানুষ তা সত্যিই সকলকে মনমুগ্ধ করেছে। বিবাহের ৮ ঘণ্টা আগে হটাতই পঙ্গু হওয়া হবু স্ত্রীকে বিবাহ করলেন উত্তর প্রদেশের প্রতাপগড়ের এক যুবক। কনেকে স্ট্রেচারে শুয়েই বিবাহ সম্পন্ন করা হল।
স্ত্রী আরতি মৌর্যের থাকেন প্রতাপ গড়ের কুন্দা এলাকায়। আরতির বিবাহ স্থির হয়েছিলো পাশের গ্রামের অবধেশের সাথে। বিবাহের দিন অনুযায়ী সবই চলছিল ঠিকমত। জোর কদমে চলছিল বিবাহের আয়োজন। কিন্তু বিয়ের দিন অর্থাৎ ৮ তারিখ ঘটে গেলো এক দুর্ঘটনা। এদিন বেলা ১ টা নাগাদ এক বাচ্চাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে যান আরতি। সঙ্গে সঙ্গে তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক বলেন তার পিছনের শিরদাঁড়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এছাড়াও শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতের দাগ স্পট। চিকিৎসক জানান, তিনি পঙ্গু হয়ে গিয়েছেন। ভবিষ্যতে তিনি পুরোপুরি সুস্থ হবে কিনা তার কোনো নিশ্চয়তাও দেয়নি চিকিৎসক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowহবু স্ত্রীর এমন অবস্থার কথা শুনে হবু স্বামী আসেন হাসপাতালে। এসব কিছু শুনেও তিনি জানান, তিনি আরতিকেই বিবাহ করবেন। এই কথা শুনে সকলেই আপ্লুত হন। কথা মত বিবাহের ব্যবস্থা হয়। আরতির স্ট্রেচারে শুয়ে অক্সিজেন, স্যালাইন নিয়েই এক হয় চার হাত। সসম্মানে আরতিকে নিজের স্ত্রীর স্বীকৃতি দিল স্বামী অবধেশ। আরতি-র শরীরে কষ্ট থাকলেও মনে দুঃখ নেই। কারণ তিনি জানেন, তার পাশে তার স্বামী মনবল যোগানোর জন্য আছেন। এই ঘটনা প্রায় সকলেরই মন ছুয়ে গেছে।