ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : স্কুলের নকল আটকাতে স্কুল কর্তৃপক্ষ যথাসম্ভব চেষ্টা করে থাকেন। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের ওপর কড়া নজর রাখা হয়। তাদেরকে একে অপরের থেকে দূরে বসাতে হয় যাতে তারা অপরের খাতা না দেখতে পারে বা কোনো কথা না বলতে পারে। এবং পরীক্ষা হলে থাকেন অনেক শিক্ষক।
আবার এমনও দেখা গেছে যে কোনো হলে আলোর ব্যবস্থা এমন ভাবে করা হয় যাতে একটি শিক্ষার্থী অপর শিক্ষার্থীর খাতা না দেখতে পায়। তারা শুধুমাত্র নিজের খাতায় দেখতে পায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিন্তু মেক্সিকোর একটি স্কুলে দেখা গেছে সম্পূর্ণ আলাদা একটি পদ্ধতি। পদ্ধতিটি হয়তো আপনি প্রথমবারই শুনবেন। সোশ্যাল মিডিয়ায় এই পদ্ধতির ছবিটি দেখা যাচ্ছে।
ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি ক্লাসরুমে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এবং সকল পরীক্ষার্থীর মাথায় রয়েছে কাগজের একটি বাক্স। বাক্সটির সামনে দিকে দুটি ফুটো করা রয়েছে যাতে শিক্ষার্থীরা তাদের খাতা দেখতে পায়। জানা গেছে যে নকল করা আটকানোর জন্যই এই পদ্ধতিটি অবলম্বন করা হয়েছে। তবে এই পদ্ধতিতে পরীক্ষার্থীদের অভিভাবকরা একদমই খুশি নন।
সেন্ট্রাল মেক্সিকোর একটি রাজ্যে এই ঘটনাটি ঘটেছে। আর ছবিটি পরীক্ষার্থীদের মধ্যে একজনের অভিভাবক সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। তাদের মতে এই পদ্ধতিটি অনৈতিক। তারা এটাও বলেছেন যে স্কুলের প্রধান শিক্ষককে যেন তার পদ থেকে বাতিল করা হয়।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পরই এই পদ্ধতিটি অবলম্বন করা হয়েছে। এবং এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সাইকোমোটর ডেভেলপমেন্ট হবে।