Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টিকিট বিহীন যাত্রীদের থেকে বছরে ১.৫১ কোটি টাকা ফাইন আদায় করেছে টিকিট চেকার

ক্রমেই বছরের পর বছর বেড়ে চলেছে ট্রেনে টিকিট বিহীন যাত্রীর সংখ্যা। বৃহস্পতিবার রেলের এক আধিকারিক জানিয়েছেন, গতবছর ২০১৯ সালে তারা ২২,৬৮০ জন টিকিট বিহীন যাত্রীকে চিহ্নিত করে এবং তাদের কাছ…

Avatar

ক্রমেই বছরের পর বছর বেড়ে চলেছে ট্রেনে টিকিট বিহীন যাত্রীর সংখ্যা। বৃহস্পতিবার রেলের এক আধিকারিক জানিয়েছেন, গতবছর ২০১৯ সালে তারা ২২,৬৮০ জন টিকিট বিহীন যাত্রীকে চিহ্নিত করে এবং তাদের কাছ থেকে টাকা আদায়ের মোট পরিমান দাঁড়ায় ১.৫১ কোটি টাকা।

কেন্দ্রীয় রেলওয়ের (সিআর) ফ্লাইং স্কোয়াডের টিকিট পরিদর্শক এস বি গালান্ডে বলেছেন, গত বছর এই টিকিটবিহীন যাত্রীর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে। কেন্দ্রীয় রেল সংস্থার আধিকারিকরাও এইকথা জানিয়েছেন। দূরপাল্লার ট্রেনগুলিতেও এমন টিকিটের কারচুপি সম্বন্ধে জানা গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : তিহার জেলে চলছে ফাঁসির প্রস্তুতি, চিঠি পাঠানো হল চার দোষীর বাড়িতে

টিকিট পরিদর্শক এক আধিকারিক জানিয়েছেন, লোকাল ও দূরপাল্লা উভয় ট্রেনগুলিতে ১৬,০৩৫ জন যাত্রীকে চিহ্নিত করেছে যাদের থেকে আদায় করা জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১.০৭ কোটি টাকা। ডি. কুমার নামক আধিকারিকটি ১৫,২৩৪ জন যাত্রীকে চিহ্নিত করেছে যাদের থেকে আদায় করা জরিমানার পরিমান ১.০২ কোটি টাকা এবং রবি কুমার চিহ্নিত করেছেন ২০,৬৫৭ জনকে যাদের জরিমানার পরিমাণ ১.৪৫ কোটি টাকা।

রেলের আধিকারিকরা জানিয়েছেন, গতবছর দূরপাল্লা ও লোকাল ট্রেন মিলিয়ে এক বিশাল অংকের টাকা তারা আদায় করেছেন টিকিট বিহীন যাত্রীদের কাছ থেকে। আগের বছরগুলির তুলনায় ২০১৯ সালে জরিমানা পরিমান বেড়ে দাড়িঁয়েছে ১৪.৩৯ শতাংশ এবং টিকিটবিহীন ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর সংখ্যা বেড়েছে ১০.৪১ শতাংশ। যা প্রতিবছর লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে।

About Author