Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার গালে পাঁচ আঙ্গুলের চড় বসালো এক হনুমান, ভাইরাল ভিডিও

এবার ঘটল এক অদ্ভুত ঘটনা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে এক হনুমান ঠাসিয়ে মারলো এক চড়। ভিডিও সোশ্যাল মিডিয়া তে আসতেই ভাইরাল হয়ে গেলো। আমরা অভিনেত্রী প্রিয়াঙ্কা কে চিনি শুধু মাত্র বলিউড…

Avatar

By

এবার ঘটল এক অদ্ভুত ঘটনা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে এক হনুমান ঠাসিয়ে মারলো এক চড়। ভিডিও সোশ্যাল মিডিয়া তে আসতেই ভাইরাল হয়ে গেলো। আমরা অভিনেত্রী প্রিয়াঙ্কা কে চিনি শুধু মাত্র বলিউড নয়,হলিউডের বিশ্ব সুন্দরী হিসেবে। এই ব্যাক্তিত্ব সম্পন্ন অভিনেত্রী কে হনুমান মারলো এক চড় সত্যিই অবাক করা ঘটনা। শুনে চমকে গেলেন তো। সত্যিই ঘটনাটি চমকদার।

অনেকের মনে এরকম ঘটনা অভিনেত্রীর হেটার্সরা ছড়াচ্ছে। কিন্তু সেটা নয় অভিনেত্রীর নিজেই এটা একটি রিয়ালিটি শো তে প্রকাশ করে যে তার সাথে এরূপ ঘটনা ঘটেছিল। ২০১৬ সালে কপিল শর্মা কমেডি শো তে অভিনেত্রী নিচে “ব্লাস্ট ফ্রম দা পাস্ট” নামক রাউন্ড এ অভিনেত্রী নিজেই স্বীকার করেছিল তার সাথে পূর্বে একটি আশ্চর্যজনক ঘটনার কথা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি তার জীবনের স্কুলের স্মৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলেন তিনি তখন তৃতীয় শ্রেণীতে পড়তেন আর একবার স্কুলের মাঠে তিনি খেলায় মত্ত ঠিক সেই সময় তার চোখে পড়েছিল একটি হনুমান গাছের ডালে বসে নানা রকম অঙ্গভঙ্গি করছে। আর হনুমানটিকে দেখে ব্যঙ্গাত্মকভাবে প্রিয়াঙ্কা হাসাহাসি করেছিলেন। হনুমানজির সামনে এরূপ আচরণ করতে দেখে হয়তো ক্ষুব্ধ হয়ে গেছিল হনুমানটি। এবং তৎক্ষনাত প্রিয়াঙ্কার সামনে এসে হনুমানটি ঠাসিয়ে এক চড় মেরেছিলো। প্রিয়াঙ্কার জানান কথাটি মনে পড়লে তিনি আজও হাসেন এই মজাটা স্মৃতিগুলো গল্প করলে উপস্থিত লোকজন আর হাসি থামিয়ে রাখতে পারে না। আর তিনি এই গল্পটি করেছিলেন কপিল শর্মা কমেডি শো তে। কপিল শর্মার নিজেও হাসি চেপে রাখতে পারে না এবং তিনি এটাও বলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা কপিলের থেকেও বেশি দর্শককে হাসাতে সফল ছিল সেদিন।

https://youtu.be/Q22-gjkuuwU

About Author