Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তিন রাতে তিনজনকে খুন, ঘটনার তদন্তে পুলিশ

গুরুগ্রাম: তিন রাতে তিনজনকে খুন। খুনি কি মানসিক অবসাদে ভুগছিল? নাকি ইচ্ছাকৃতভাবেই খুন করা হয়েছে? এই সকল প্রশ্ন নিশ্চয়ই প্রথম লাইনটা পড়ে আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে? আপনার জানর্থে বলে রাখি,…

Avatar

গুরুগ্রাম: তিন রাতে তিনজনকে খুন। খুনি কি মানসিক অবসাদে ভুগছিল? নাকি ইচ্ছাকৃতভাবেই খুন করা হয়েছে? এই সকল প্রশ্ন নিশ্চয়ই প্রথম লাইনটা পড়ে আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে? আপনার জানর্থে বলে রাখি, কোনও মানসিক অবসাদ নেই। ইচ্ছাকৃতভাবেই লুটপাঠের কারণে তিন রাতে তিনজনকে খুন করেছে এক ২২ বছরের যুবক। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। বৃহস্পতিবার ইফফকো চকের কাছে মহম্মদ রাজি নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক গুরগাঁওয়ের একটি গেষ্ট হাউসে হাউসকিপিংয়ের কাজ করত। কিন্তু গত একমাস ধরে সে কর্মহীন হয়েছিল। তারপরে জীবন চালানোর জন্য লুটপাঠকেই সে বেছে নেয়। পুলিশি জেরায় সে জানিয়েছে, ২৩, ২৪ ও ২৫ নভেম্বর পরপর তিনজনকে তিনি তিনদিনে খুন করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বিহারের বাসিন্দা৷ যাদের খুন করা হয়েছে, তাদের সঙ্গে আগে বসে সে সাথে মদ্যপান করে৷ এরপর মাদকাসক্ত অবস্থায় তাদের ছুরিকাঘাত করে। পরে তাদের জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে শুক্রবার আদালতে পেশ করা হয়েছে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে৷

About Author